অন্য মেয়ের সঙ্গে রাহুলকে দেখে ভেঙে পড়েছে দ্যুতি, ঋদ্ধি-খড়ির মধ্যে তৈরি হচ্ছে সম্পর্কের নতুন সমীকরণ, নয়া ট্যুইষ্ট গাঁটছড়াতে

রাহুলের গালে সপাটে চড় দ্যুতির। গাঁটছড়াতে আসতে চলেছে নতুন মোড়। নতুন করে আবারও একবার আঘাত পেল দ্যুতি। অন্য মেয়ের সঙ্গে রাহুলকে দেখে পুরোপুরি ভেঙে পড়েছে সে। বারবার মনে করছে তার পুরোনো ভুল গুলো। মনের কষ্টে নিজেকে শেষ পর্যন্ত করে দিতে চাইছে। কিন্তু এই দুঃসময়ে তার পাশে এসে দাঁড়ায় খড়ি। রাহুলকে ভুলে নতুন করে বাঁচতে বলে দ্যুতিকে।
View this post on Instagram
কিন্তু সেই সময়ই রাহুল বিপদে পড়ে। দ্যুতির কাছে আসলে সে মুখ ফিরিয়ে নেয়। এমনকি সপাটে চড় মারে রাহুলের গালে। অন্যদিকে ঋদ্ধি নিজের ভুল বুঝতে পেরে ছুটে আসে খড়ির কাছে। পরিস্থিতির চাপে পরে খড়ি বাধ্য হয়েছিল কুনাল ও বনির বিয়ে দিতে তা বুঝতে পারে। এমনকি নিজের ভুল শুধরে নিয়ে খড়ির সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চায়। আর তাতে সায় দেয় খড়ি। অবশেষে মধুচন্দ্রিমা শেষে বাড়িতে ফিরে আসে তিন জুটি।
View this post on Instagram
এতদিন পর কুণালকে দেখে উতলা হয়ে ওঠে মধুজা। পাশাপাশি বনিকেও দোষ দিতে থাকে কারণ তার জন্যই নাকি কুনাল তাকে এড়িয়ে চলছে। আর এই কথার প্রতিবাদ করে কুনাল। ওদিকে আবার ব্যবসায় দেখা দেয় নতুন সমস্যা। রায় জুয়েলার্সকে ছাপিয়ে যাচ্ছে দত্তরা। ব্যবসার হাল ফেরানোর জন্য ঋদ্ধি দত্তদের গয়নার ডিজাইনারকে খুঁজে বের করার চেষ্টা করে। ওদিকে নিজের অজান্তেই দত্তদের জন্য কাজ করে যায় খড়ি। তাহলে কি এবার সেটাই সামনে আসবে? সম্পর্ক শুরু হতে হতেই কি আবারও ফাটল ধরবে? সেটাই এখন দেখার।