লজ্জার সব সীমা অতিক্রম করেছে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না

Ullu Web Series: গত বছর ১৭ ই জুন রিলিজ হয়েছে নতুন সিরিজ ‘Dunali 2’ -এর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব। প্রথম সিরিজ হিট হওয়ার পরেই নির্মাতারা আবারও এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছেন। তবে দ্বিতীয় পর্বের পার্ট ২ যে এত তাড়াতাড়ি রিলিজ হবে তা কেউ ভাবতে পারেনি। উল্লু অ্যাপের মাধ্যমে এই সিরিজটি সামনে এসেছে। এই পর্বে মুখ্য ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী Nehal Vadolia (Sakshi), Rekha Mona Sarkar (Aabha) ও Neha Parik (Natasha)। পার্ট ২ এর ট্রেলার সামনে আসতেই নেটিজেনদের উন্মাদনা দেখার মতো ছিল।
নায়িকা নেহাল ও রেখার ব্যাপক উষ্ণতা পূর্ণ সিন গুলি কাবু করেছে নেটিজেনদের। প্রথম পর্বের গল্পের সাথেই টেনেই দ্বিতীয় পর্বের গল্প তৈরী করা হয়েছে। গল্প অনুযায়ী সমীর নামের একটি ছেলের দুটি যৌনাঙ্গ আছে। যে কারণে অনেক মহিলার সাথেই তার খুব সহজেই শারীরিক সম্পর্ক তৈরী হয়ে যাই। আবার এই সমস্যার কারনেই সমীর নিজের জীবনের কোনো নারীকে রাখতে পারছে না। একসময় তার বাবা ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করে। যে কারণে সমীর ডাক্তারের কাছে গিয়ে তার এই রোগের কথা বলে দেয়। তবে গল্পে এক নতুন মোড় চলে আসে।
তবে কি সেই মোড় তা জানতে হলে দেখতে হবে পার্ট ২। নেটিজেনরা উল্লুর পর্দাতে এই সিরিজটি দেখতে পাবেন শুধুমাত্র সাবস্ক্রিপশনের বদলে। তবে নায়িকাদের ফিগারের আগুনে সিরিজের উষ্ণতা আবারো কয়েকগুন বেড়ে গেছে। নেহাল ও রেখা কার্যত লজ্জার সব বাঁধ ভেঙে দিয়েছে এই সিরিজের মাধ্যমে। সিরিজের অন্য কলাকুশলীরা হলেন Shubham Devrukher(Sameer), Kabir Makhija (Rohan), Babul Bhaskar (Parsi)।