Entertainment

লজ্জার সব সীমা অতিক্রম করছে এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না

Ullu Web Series: সিনেমার থেকে ওয়েব সিরিজ বর্তমানে মানুষের সবথেকে বেশি পছন্দের। সিনেমা হলের থেকে ঘরে বসে সিরিজ দেখা বেশি মজার। বলিউডের সিনেমায় যা রসদ আছে তার থেকে ওয়েব সিরিজে নির্ঘাত বেশি আছে। অবসর হলেই পছন্দের এপিসোডে চোখ বুলিয়ে নেওয়া যায়। তবে একইভাবে কি অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলি প্রতিদিন দেখেন? এই উত্তর দিতে গিয়ে একটু ইতস্তত হলেও অবশ্যই উত্তর হ্যাঁ হবে তা আশা করা যায়। তাই তো অ্যাডাল্ট এই সিরিজ গুলির প্রতিদিন বাড়ন্ত হচ্ছে কয়েক গুন। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাবো।

Web Series Name – ড্রিম গার্ল পার্ট ১ (Dream Girl Part 1)

Cast – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন Pooja Poddar (পূজা পোদ্দার), ভারতী ঝাঁ (Bharti Jha), ফারহান আনসারী (Farhan Ansari)

Streaming Platform – উল্লু (Ullu) অ্যাপ

Series Story – রানী ও তার জীবনের এক অন্যরকম গল্প তুলে ধরা হয়েছে। যেখানে সে একটি অ্যাডাল্ট গল্পের বই কিনেছিলেন। সেই বই একা ঘরে পড়তে গিয়েই শুরু হয় বিপত্তি। তিনি তার মাস্টারকে জানান সেই বই পড়ার সময়ই যেমন গল্প থাকে ঠিক তেমনই সে নিজের জীবনের কোথা ভাবতে থাকে। তাই বোনের দেওরের সাথে যৌবনের খেলায় মেতে যাওয়ার স্বপ্ন দেখেন। আবার তার জামাইবাবু যে তাকে ছোট বোনের মতো দেখে তাকেই সে কাছে পেতে চায়। আর এই সব হয় কার্যত সেই বইয়ের গল্পের জন্য। সব পুরুষদের সাথেই যেন সে সম্পর্ক তৈরি করতে থাকে। রানি কি নিজেকে পরিবর্তন করতে পারবে নাকি সে তার নিষিদ্ধ আকাঙ্ক্ষার কাছে আত্মসমর্পণ করবে? তা জানতে হলে দেখতে হবে এই ওয়েব সিরিজ।

Release Date – গত ১৬ই মে ২০২৩ সালে এই সিরিজটি রিলিজ করেছে।

No Of Episode : উক্ত ওয়েব সিরিজে ৩ টি এপিসোড দেখতে পাওয়া গেছে।

Languages – মোট ৬ টি ভাষায় এই ওয়েব সিরিজটি রিলিজ করা হয়েছে।

Subscription: উল্লু অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন। ডাউনলোড করা হয়ে গেলে লগইন করে সাবস্ক্রিপশন নিয়ে নিন। তারপরে শুধুই এই সিরিজ নয় কার্যত একাধিক সিরিজ দেখতে পাবেন।