Entertainment

Anurager Chhowa: ডঃ কে হাত করে রিপোর্ট পাল্টিয়েছে মিশকা, হাতেনাতে ধরলো সূর্য! জানুন আসল ব্যাপারটা

আচমকা হাসপাতালে গিয়ে মিশকার চক্রান্ত হাতেনাতে ধরলো সূর্য (Surya)! ফের একবার টানটান পর্বের মুখে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই বর্তমানে ধারাবাহিকে উর্মির সন্তান হওয়ার ট্র্যাক দেখানো হচ্ছে। আর সেখানেও আরও একবার সূর্য-দীপার মধ্যে ভুলবোঝা বুঝির সৃষ্টি হয়। আর যা হয় মিশকার হাত ধরে। সেখানে হওয়া সবকিছুর জন্য সূর্য আবারও দীপাকেই দোষ দেয়।

আর প্রতিবারের মতো এবারেও দীপা (Dipa) সূর্যকে বোঝাতে ব্যর্থ হয়। তবে, মায়ের এই অপমান কিছুতেই মেনে নিতে পারেনা রূপা (Rupa)। আর তাইতো দীপার হাত ধরে সোজা হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। ওদিকে লাবন্য বুঝতে পারে মিশকা (Mishka) আবারও কোনোভাবে সূর্যকে ভুল বুঝিয়েছে। এরপর সূর্যকে বলে তুমি একদিন ঠিক তোমার অন্যায় বুঝতে পারবে। কিন্তু সেদিন আর ক্ষমা পাবেনা। একথা শুনে খানিকটা বিরক্ত হয় সূর্য।

এরপর কিছু না ভেবে চিনতেই হাসপাতাল থেকে বেরিয়ে যায়। ওদিকে বাড়ি যাওয়ার আগেই সোনার (Sona) মুখোমুখি হয় সূর্য। সোনা সূর্যর কাছে তার মায়ের পরিচয় জানতে চায়। এমনকি এও বলে ফুল মা কি তার আসল মা? এসব শুনে সূর্য বুঝতে পারে সোনার কাছে কিছু লুকোতে পারবে না। কিন্তু কিভাবে তাকে তার মায়ের খোঁজ দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি করা উচিত সেই নিয়ে চিন্তায় পড়ে যায় সূর্য।

তখনই সূর্যর (Surya) মাথায় আসে মিশকার (Mishka) কথা। সে ভাবে যেহেতু মিশকা তার ভালো বন্ধু তাই সেই পারে একমাত্র তাকে সাহায্য করতে। আর সেই মতোন সূর্য হাসপাতালে যায়। আর সেখানে গিয়ে সূর্য দেখতে পায় মিশকা একজন ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছে। বলছে আপনি যদি ঠিক সময়ে ভুল ইনজেকশনের শিরিঞ্জটা সরিয়ে না দিতেন তাহলে আমি ধরা পড়ে যেতাম। যেহেতু আপনি আমাকে সাহায্য করেছেন তাই আমিও আমার দেওয়া কথা রাখবো।

আর এই বলে মিশকা (Mishka) ওই ডাক্তারের হাতে অনেক টাকা তুলে দেয়। এসব কিছুই আড়াল থেকে দেখে সূর্য। আর ভাবতে থাকে দীপা যা বলেছে সব সত্যি। এই বলে হাততালি দিতে দিতে মিশকার রুমে ঢোকে। সূর্যকে দেখে তো অবাক হয়ে যায় মিশকা। তাহলে কি এবার ফাঁস হতে চলেছে মিশকার ষড়যন্ত্র? তবে, প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛Golpo Solpo’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওর সত্যতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে।  আর তাই আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে তা তখনই জানা যাবে।