Entertainment

রাধিকাকে ভালোবেসে নতুন জীবন শুরুর কথা ভাবছে ডঃ অনির্বাণ! ‘এক্কা দোক্কা’য় আসছে দারুন চমক

Advertisement

ডঃ অনির্বাণ গুহ-র কাছে পোখরাজের আসল পরিচয় জানালো রাধিকা। টানটান পর্ব ‛এক্কা দোক্কা’ ধারাবাহিকে। বর্তমানে বেশ চর্চায় রয়েছে এই ধারাবাহিক। ‛মোহর’-র ধারাবাহিকের পর আবারও এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরেছে প্রতীক সেন। সোনামনি ও প্রতীককে একসঙ্গে দেখে বেশ খুশি হয়েছেন তাদের ভক্তরা। অনেকেই আবার চাইছেন রাধিকার সঙ্গে ডঃ অনির্বাণ গুহর একটা সম্পর্কের সমীকরণ তৈরি হোক।

রাধিকাকে ভালোবেসে নতুন জীবন শুরুর কথা ভাবছে ডঃ অনির্বাণ! ‘এক্কা দোক্কা'য় আসছে দারুন চমক

তবে, এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, রাধিকার কাছে এসেছে পোখরাজ। একপ্রকার সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতেই চাইছে সে। এমনকি তাদের হাসপাতালে রাধিকাকে ফিরে যাওয়ার কথা বলছে। কিন্তু তাতে কোনোমতেই রাজি নয় রাধিকা। সম্পর্ক হোক বা পোখরাজদের হাসপাতালে জয়েন করা কোনোটাতেই সে রাজি নয়।

রাধিকাকে ভালোবেসে নতুন জীবন শুরুর কথা ভাবছে ডঃ অনির্বাণ! ‘এক্কা দোক্কা'য় আসছে দারুন চমক

তার সাফ বক্তব্য এসব থেকে সে নিজেকে অনেকদিন আগেই সরিয়ে নিয়েছে। পুরোনো কথা সে ভুলে গিয়েছে। এখন সে নিজের কাজ নিয়েই ভালো থাকতে চায়। এমনকি সে রীতিমতো পোখরাজকে সেখান থেকে চলে যেতে বলে। আর এসব কিছুই পাশ থেকে দেখে ডঃ অনির্বাণ গুহ। এমনকি পোখরাজের সঙ্গে তার পরিচয়ও হয়। এদিনের ভিডিও ক্লিপ থেকে একথা স্পষ্ট যে, ডঃ অনির্বাণ গুহ রাধিকাকে মনে মনে পছন্দ করে।

রাধিকাকে ভালোবেসে নতুন জীবন শুরুর কথা ভাবছে ডঃ অনির্বাণ! ‘এক্কা দোক্কা'য় আসছে দারুন চমক

শুধু কি তাই? সে রাধিকার সঙ্গে তার গোটা জীবনটা কাটাতেও ইচ্ছুক। তবে, এরই মাঝে আবার পোখরাজকে নিয়ে তার সন্দেহ হওয়ায় রাধিকার কাছে পোখরাজের পরিচয় জানতে চায়। প্রথমে রাধিকা পোখরাজকে তার পরিচিত বলে পরিচয় দিলেও পরে জানায় যে পোখরাজ তার স্বামী ছিলেন। এরপর ডঃ অনির্বাণ গুহ- রাধিকাকে পরামর্শ দেয় পোখরাজের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে। যদিও তাতে রাজি না রাধিকা। আগামী দিনে পোখরাজ-রাধিকা-অনির্বাণ গুহর সম্পর্কের সমীকরণ কোনদিকে মোড় নেয় সেটাই এখন দেখার।