ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, দরজা বন্ধ করে কানে হেডফোন গুঁজে একা দেখুন

Web Series: যতদিন যাচ্ছে ততই ওয়েব সিরিজ (Web Series) গুলির চাহিদা বাড়ছে। আজকাল ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। আর সেই কারণেই মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না।
বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে।
তবে, এখন ‛অলট বালাজি’-এর (Alt Balaji) সিরিজি গুলো ব্যাপক পরিমানে জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেখানেই প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি জনপ্রিয় একটি ওয়েবসিরিজ হল ‛গন্দি বাত’। এই হিন্দি ওয়েব সিরিজটি একেবারে নিষিদ্ধ রোম্যান্স-এ ভরপুর। এমনকি এতে রয়েছে অনেক সাহসী দৃশ্য। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজের একাধিক পর্ব দেখে ফেলেছেন নেটিজেনরা। এই ওয়েবসিরিজে অভিনয় করে সকলকে একেবারে চমকে দিয়েছেন
অনভেশি জৈন (Anveshi Jain) ও ফ্লোরা সাইনিরা (Flora Saini)।
এই সিরিজের প্রতিটি পর্বের মধ্যে ফুটে উঠেছে ভারতের গ্রামীণ দৃশ্যের কামোদ্দীপনা। এখানে অনেক ‘রাস্টি ইরোটিক’ দৃশ্য রয়েছে। আর সেগুলি দেখে যে আপনি চমক পেতে বাধ্য হবেন তা বলা যায় বৈকি। তবে, এই ওয়েবসিরিজটি আপনি পরিবারের সঙ্গে বসে একেবারেই দেখতে পারবেন না। কারণ এতে বোল্ড দৃশ্য রয়েছে। তাই একান্তে এই ওয়েব সিরিজটির মজা আপনি নিতেই পারেন।