×
Entertainment

‘দর্শকের মন রাখতে নাচ গান, দেখে কি প্রতিক্রিয়া ডোনা ও সানার?’ মঞ্চের উপর ইদিকার প্রশ্নের মুখোমুখি সৌরভ

সিরিয়ালের পাশাপাশি টেলিভিশনের পর্দায় নানান নন ফিকশন শো হয়ে থাকে। তেমনই জি বাংলার (Zee Bangla) পর্দায় জনপ্রিয় একটি রিয়েলিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। সাধারণ মানুষ হোক বা সেলিব্রেটি সকলকে নিয়েই দাদার সহজ সরল সাবলীন সঞ্চালনা সিজেনের পর সিজেন ধরে মনজয় করে চলেছে দর্শকদের। ২২ গজ হোক বা দাদাগিরি-র মঞ্চ সব জায়গাতেই তিনি ছক্কা হাঁকান বলে বলে।

'দর্শকের মন রাখতে নাচ গান, দেখে কি প্রতিক্রিয়া ডোনা ও সানার?' মঞ্চের উপর ইদিকার প্রশ্নের মুখোমুখি সৌরভ -

তিনি যে আসলেই সবার দাদা তা বহুবার প্রমান করেছেন ‛দাদাগিরি’ র মঞ্চে। ক্রিকেটের মঞ্চ বলুন বা বিনোদনের পর্দা সব জায়গাতেই তিনি সমানভাবে সাফল্য অর্জন করেছেন। এমনকি ক্রিকেটের প্রশাসকের ভুমিকাতেও তার প্রতিটি পদক্ষেপ মনজয় করেছে সকলের। দাদাগিরি-র মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে তাকে হাসি, মজা, আড্ডায় মেতে উঠতে দেখা যায়।

'দর্শকের মন রাখতে নাচ গান, দেখে কি প্রতিক্রিয়া ডোনা ও সানার?' মঞ্চের উপর ইদিকার প্রশ্নের মুখোমুখি সৌরভ -

তেমনই একবার এই মঞ্চে হাজির হয়েছিল ‛পিলু’ (বর্তমানে শেষ হয়ে গিয়েছে) ধারাবাহিকের কিছু চরিত্র। আর সেখানেই রঞ্জার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ইদিকা পাল (Idhika Paul) দাদাকে কিছু প্রশ্ন করেন। আসলে খেলার ফাঁকে ফাঁকে ভক্তরা তাদের পছন্দের দাদার মুখ থেকেই জেনে নেন তারই জীবনের জানা অজানা কথা। তেমনই এদিন ইদিকাও দাদাকে প্রশ্ন করেন যে, ভক্তদের মন রাখার জন্য দাদা কখনও নাচেন, গান করেন। আর এসব দেখে ডোনার প্রতিক্রিয়া কি থাকে?

উত্তরে সৌরভ (Sourav Ganguly) বলেন যে, এই নিয়ে ডোনা (Dona) ও সানা (Sana) কেউই কিছু বলে না। বরং তার যে এই শ্যুটিং ব্যাপারটা তেমন একটা পছন্দ নয় সেটা খোলামেলা ভাবেই জানান। তারপরই দাদা ঘরে কেমন ভাবে থাকেন? মাটিতে বসে খান নাকি সে ব্যাপারেও ইদিকা প্রশ্ন করেন। আর তার জবাব দিতে গিয়ে দাদা বলেন যে, তিনিও মাটিতে বসে ভাত খেতে পছন্দ করেন। এমনকি হাত দিয়েও খেতে ভালোবাসেন। দাদার মুখে এই কথা শুনে সকলের মুখে হাসির পাশাপাশি মঞ্চ ভরে ওঠে হাততালিতে।