তুড়িতে উড়িয়েছিলেন অরিজিৎকে! কোথায় হারিয়ে গেলেন ‘ফেম গুরুকুল’ খ্যাত রেক্স?

বাংলায় একটা প্রবাদ আছে ‛আজ যে রাজা কাল সে ফকির’। আর এই কথাটা পুরোপুরি ভাবে প্রযোজ্য অরিজিৎ সিং- এর (Arijit Singh) জন্য। একটা সময় তাকে গানের মঞ্চ থেকে খালি হাতে বিদায় নিতে হয়েছিল। কিন্তু আজ তারই গানে মুগ্ধ গোটা দেশ। সালটা ২০০৬। টিভির পর্দার শুরু হয় গানের জনপ্রিয় রিয়েলিটি শো ‛ফেম গুরুকুল’ (Fame Gurukul)। আর সেই প্রতিযোগিতায় অরিজিৎ ছাড়াও ছিলেন আরও কয়েকটি মুখ। তাদের মধ্যে একজন হলেন রেক্স ডিসুজা (Rex Dsouza)।
আজ হয়তো তার নাম বললেও মানুষের চোখে তার মুখ ফুটে উঠবে না। কিন্তু গানের মঞ্চে তার বেশ পরিচিতি ছিল। কিন্তু কেমন ছিল তার গানের যাত্রা তা জানেন কি? সেকথা জানতে গেলে পিছনের দিকে কয়েকটি বছর ফিরে যেতে হবে। সেই সময় ‛ফেম গুরুকুল’-এর (Fame Gurukul) মঞ্চে জনপ্রিয় একটি নাম ছিল রেক্স (Rex Dsouza)। শুরু থেকেই তার আত্মবিশ্বাস ও তার গাওয়া গানে মুগ্ধ হয়েছিলেন বিচারকরা। শুধু তাই নয় দর্শকদের মনেই খুব সহজে তিনি জায়গা করে নিয়েছেন।
আর সেই মঞ্চে একদিকে যেমন ছিল রেক্স তেমনই অন্যদিকে ছিল অরিজিৎ (Arijit Singh)। বলা যায় অরিজিতের তুলনায় রেক্সের (Rex Dsouza) জনপ্রিয়তা বেশি ছিল। অরিজিৎ তখন আর পাঁচজনের মতোই সাধারণ একজন প্রতিযোগী। গানের জগতে নিজের পরিচিতি তৈরির জন্য লড়ে যাচ্ছিলেন। তবে, মাঝপথেই মঞ্চ থেকে তাকে বিদায় জানাতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টিকে ছিলেন রেক্স। যদিও জয়ের শিরোপা তার মাথায় ওঠেনি।
‛ফেম গুরুকুল’-এর মঞ্চে জয়ী হয়েছিলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায় (Ruprekha Banerjee) ও কাজী তৌরিক (Kazi Bhoumik)। তবে, গানের জগতে রেক্স বেশিদূর এগোতে না পারলেও অরিজিৎ (Arijit Singh) কিন্তু কোনোরকম তকমা ছাড়াই আজ খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। তবে, রেক্স বর্তমানে বেশিরভাগ সময় আমেরিকাতে থাকেন। দীর্ঘদিনের প্রেমিকাকে তিনি বিয়ে করেছেন। কিন্তু গানের জগতে বেশিদূর এগোতে পারেননি।