Entertainment

Ditipriya Roy: ‘শহরের উষ্ণতম দিনে’ এমন ছবি শেয়ার করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া, দেখে ফিদা সাইবারবাসী

Advertisement
Advertisements

গরম থেকে বাঁচতে এবার সাদা স্নিগ্ধ লুকে নিজেকে মেলে ধরলেন সকলের প্রিয় রানীমা ওরফে দিতিপ্রিয়া (Ditipriya Roy)। বাংলা সিনে দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। সিরিয়াল বলুন বা সিনেমা অথবা ওয়েব সিরিজ সব জায়গাতেই তার সাফল্য আকাশছোঁয়া। বয়স নেহাত বেশি নয়। কিন্তু এই বয়সে তার সাফল্য দেখে ঈর্ষা হয় অনেকেরই।
রানী রাসমণি সিরিয়ালের ‛রানী মা’ হিসেবে বেশ পরিচিতি পেয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

তবে, ধারাবাহিক শেষ হয়েছে বহু মাস হয়ে গিয়েছে। এই মুহূর্তে আর টেলিভিশন (Television) নয় তার পাখির চোখ বড় পর্দা। আর সেই কারণে তাকে নিত্য নতুন এক্সপেরিমেন্টাল লুকেও দেখা যায়। এই মুহূর্তে দাড়িয়ে সিনেমা, ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত দিতিপ্রিয়া। তবে, শুধু টলিউডই নয় বলিউডে পা রেখেছেন পর্দার রাণীমা। আর তাইতো নিজের লুক নিয়ে সারাক্ষনই চলছে তার এক্সপেরিমেন্ট।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

বর্তমানে যা গরম পড়েছে তাতে রংচঙে গর্জিয়াস জামাকাপড় পরা দায়। আর তাইতো এবার সাদা রঙের স্নিগ্ধ পোশাকে ধরা দিলেন সকলের প্রিয় রানীমা। তবে, তারমধ্যেও রেখেছেন মর্ডান লুক। সাদা থান নয় এবার তাকে দেখা গেল সাদা রঙের শার্ট-এ। তার সঙ্গে পরেছেন কালো রঙের ইনার ওয়ার ও ব্লু রঙের ডেনিম জিন্স। শর্ট হেয়ার, চোখে সানগ্লাস ও মানানসই মেকআপে দিতিপ্রিয়ার (Ditipriya Roy) লুক ছিল দেখার মতো।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

কখনও গাড়িতে হেলান দিয়ে আবার কখনও বাঁশের গায়ে হেলান দিয়ে আবার কখনও নিজের মতো পোজে ছবিটি তুলেছেন অভিনেত্রী। তার প্রতিটি লুকই অনবদ্য। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই ছবিগুলি শেয়ার করেছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‛শহরের উষ্ণতম দিনে’। তার ছবি দেখে তো রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কিউট’। আবার কেই লিখেছেন ‛সুন্দর’। আবার কেউ ভালোবাসার ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) দিতিপ্রিয়ার এই ছবি।