Ditipriya Roy: সিঙ্গেল নাকি চুপিসারে প্রেম! অবশেষে লাভ লাইফ নিয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া

আদতে সিঙ্গেল নাকি চুপিসারে চলছে প্রেমপ্রনালী! অবশেষে লাভ লাইফ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এই মুহূর্তে তার জনপ্রিয়তা তুঙ্গে। দিনকয়েক আগেই কুড়ি বছরে পা রেখেছেন অভিনেত্রী। আর এরই মাঝেই তার কেরিয়ারে এসেছে একের পর এক সাফল্য। টেলিভিশন হোক বা সিনেমা অথবা ওয়েব সিরিজ হোক বা মিউজিক ভিডিও সবেতেই তার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন ভক্তরা।
সম্প্রতি ‛দেখেছি রূপসাগরে’ মিউজিক ভিডিওতে (Video) দেখা মিলছে দিতিপ্রিয়া র। তার বিপরীতে কাজ করেছেন টেলি পাড়ার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। দুর্গা ও সত্যেন দুই প্রেমিক ও প্রেমিকা যাদের মিলন হয়েও হয়নি। আর সেই নিয়েই এগিয়েছে মিউজিক ভিডিও। দিতিপ্রিয়া র সঙ্গে দিব্যজ্যোতির এটা প্রথম কাজ হলেও তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু। দুজনেই দুজনকে ৫ বছর ধরে চেনেন।
প্রতিবারের মতো এবারেও দিতিপ্রিয়ার কাজ মনে ধরেছে দর্শকদের। কারোর কারোর মতো সমবয়সী দিতিপ্রিয়া ও দিব্যজ্যোতিকে বেশ ভালো মানিয়েছে। রিল লাইফে প্রেমের পুরোপুরি ভাব ভঙ্গি দিতিপ্রিয়ার মধ্যে ফুটে উঠলেও বাস্তব জীবনে কিন্তু এবিষয়ে অভিনেত্রী একেবারেই আনাড়ি। আর তাইতো তিনি এখনও সিঙ্গেল। দিতিপ্রিয়ার কথায় প্রতিটি সম্পর্কের কিছু দায়িত্ব থাকে। যা তিনি পালন করতে এখনও তৈরি নন। যখন তিনি সেটি পালন করতে পারবেন তখনই সম্পর্কে জড়াবেন।
View this post on Instagram
আর সেই অর্থে দিতিপ্রিয়ার এখন পুরোটাই ফোকাস কেরিয়ারের দিকে। আপাতত নতুন কাজ নিয়ে বেশ খুশি অভিনেত্রী। মাহতিম শাকিবের গাওয়া এই গানটি ব্যাপক ভাইরাল হয়েছে। এমনকি কলেজ পড়ুয়ারা এই গানটি শেয়ার করা থেকে শুরু করে তাদের ভালোবাসার মানুষকে ট্যাগও করছেন। যদিও প্রথম থেকেই এই মিউজিক ভিডিওটি নিয়ে যথেষ্ঠ আশাবাদী ছিলেন দিতিপ্রিয়া নিজেও।
View this post on Instagram
ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি কমেন্ট করেছেন হাজার হাজার মানুষ। সব মিলিয়ে দিতিপ্রিয়া-দিব্যজ্যোতির (Ditipriya-Dibyajyoti) প্রথম মিউজিক ভিডিও ‛দেখেছি রূপসাগরে’ সুপার ডুপার সাকসেসফুল।