Entertainment

Ditipriya Roy: স্পোর্টস ব্রা পরে হট ফটোশুট ‘রাণীমা’ দিতিপ্রিয়ার!দেখে হাঁ নেটিজেনরা

পরণে স্পোর্টস ব্রা! হট ফটোশ্যুটে ক্যামেরাবন্দী হলেন পর্দার রানীমা ওরফে দিতিপ্রিয়া। ভাইরাল (Viral) ছবি। বাংলা সিনে দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সিরিয়াল বলুন বা সিনেমা অথবা ওয়েব সিরিজ সব জায়গাতেই তার সাফল্য আকাশছোঁয়া। বয়স নেহাত বেশি নয়। কিন্তু এই বয়সে তার সাফল্য দেখে ঈর্ষা হয় অনেকেরই।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

একটা সময় শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখলেও রানী রাসমণি সিরিয়ালের ‛রানী মা’ হিসেবেই বেশ পরিচিতি পেয়েছিলেন। তবে, ধারাবাহিক শেষ হয়েছে বহু মাস হয়ে গিয়েছে। এই মুহূর্তে আর টেলিভিশন (Television) নয় তার পাখির চোখ বড় পর্দা। আর সেই কারণে তাকে নিত্য নতুন এক্সপেরিমেন্টাল লুকেও দেখা যায়। এই মুহূর্তে দাড়িয়ে সিনেমা, ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত দিতিপ্রিয়া (Ditipriya Roy)।

তবে, শুধু টলিউডই নয় বলিউডে পা রেখেছেন পর্দার রাণীমা। সম্প্রতি এক ফটোশ্যুটে নজরকাড়া লুকে ধরা দিলেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। আসলে এক নিউজ পোর্টালের ভার্চুয়াল পেজের জন্য ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। কলকাতার ফ্যাশান ফটোগ্রাফার কৌস্তভ সইকিয়া ছিলেন এই ফটোশ্যুটের দায়িত্বে। পার্কস্ট্রিটের বিখ্যাত পার্ক হোটেলের জিমে এই ফটোশ্যুট সেরেছেন দিতিপ্রিয়া

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

যেহেতু জিমের প্রেক্ষাপটে এই ফটোশ্যুট তাইতো কখনও দিতিপ্রিয়াকে (Ditipriya Roy) লাল রঙের স্পোর্টস ব্রা সহ ট্রাউজারে আবার কখনও পার্পেল ও কালো রঙের স্পোর্টস ব্রা সহ পার্পেল জ্যাকেটে তাকে দেখা যাচ্ছে। হাতে ধরা হলুদ বল। ঘামের এফেক্ট আনার জন্য জল স্প্রে করা হয়েছে গায়ে। শর্ট হেয়ার, হালকা মেকআপ সহ ন্যুড মেকআপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Kaustav Saikia (@kaustavsaikia)

বাস্তবেও দিতিপ্রিয়া বেশ সচেতন। যোগা মেডিটেশন করার পাশাপাশি ৪৫ মিনিট ব্যাডমিন্টন খেলার চেষ্টা করেন। বর্তমানে অভিনয় করলেও আগামী দিনে উচ্চ শিক্ষার জন্য বাইরে পড়তে যেতে চান দিতিপ্রিয়া এমনটা জানা গেছে। আপাতত দিতিপ্রিয়ার এই ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।