খুলে ফেললেন রানীর বেশ, নীল বেনারসী পরে কনের সাজে অভিনেত্রী দিতিপ্রীয়া
টেলিভিশন জগতে অতি জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুনাময়ী রানী রাসমনি’ চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। এত ছোট বয়সে যেভাবে এত বড় একটি চরিত্র টিভির পর্দায় ফুটিয়ে তুলেছে তা সত্যিই দর্শকদের মনে দাগ কেটেছে। গত ৪ বছর ধরে রমরমিয়ে চলছে এই সিরিয়াল। সবসময়ই টি আর পিতে শীর্ষে থাকে এই সিরিয়ালের নাম।
২০০২ সালের ১০ আগস্ট কলকাতায় তার জন্ম হয়। ছোট বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত দিতিপ্রিয়া। সম্প্রতি সে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পৌঁছেছে। তবে, পড়াশোনার পাশাপাশি সে পাল্লা দিয়ে করছে অভিনয়।
আর রানী রাসমণি সিরিয়ালে অভিনয় তার জীবনে যেন অন্য এক মোড় এনে দিয়েছে। সিরিয়ালে গদাধর আর তার চরিত্র বেশ পাওয়ারফুল একটি কারেক্টর হয়ে দাঁড়ায়। তাই সবমিলিয়ে দিতিপ্রিয়ার কেরিয়ার এখন উর্দ্ধমুখী।
সম্প্রতি এও জানা গেছে যে, দিতিপ্রিয়া নাকি ছোটপর্দায় মাত করে বড়পর্দা মাত করতে চলেছে। ছোটপর্দার রানী মা কিছুদিনের মধ্যেই বড় পর্দার অপর্ণা হয়ে ধরা দিতে চলেছে। তবে, সম্প্রতি দিতিপ্রিয়া একটি ছবি তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তাঁকে নীল, রানি রঙের গাঢ় কাজের বেনারসি পরে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে। ছবিটা পোস্ট করে দিতিপ্রিয়া ক্যাপশনে লেখেন যে, ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে’।
তাঁর এই ছবি দেখে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। সম্প্রতি দিতিপ্রিয়ার এই শাড়ি পরা ছবিই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।