খোলামেলা পোশাকে লজ্জার সীমা ছাড়ালেন অভিনেত্রী দিশা পাটানি, দেখে হাঁ যুবক ভক্তরা

নায়িকা দিশা পাটানি (Disha Patani) নিজের বোল্ড লুকের জন্য সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। অভিনয়ের থেকেও তাঁর ফ্যাশন ও হট ফিগারের জন্য আয়েদিন ভাইরাল হন তিনি। শেষবার তাঁকে ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় দেখা গিয়েছিলো। তবে দিশা আবারো তাঁর জবরদস্ত ফ্যাশন ও বোল্ড লুকের কারণে ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
View this post on Instagram
কালো রঙের ব্রালেটে সাথেই কালো রঙের কাটআউট শর্ট ড্রেসে দেখা মিলেছে নায়িকার। সাথেই খোলা চুল, স্মোকি মেকআপ, বেবি পিঙ্ক লিপস্টিকে দুর্দান্ত লাগছিলো তাঁকে। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে জমিয়ে পোজ দিতেও দেখা গেছে তাঁকে। কোনো ইভেন্টের শুটিংয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন তিনি। ব্যাপক মাত্রায় সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।
View this post on Instagram
কেউ কমেন্ট করে লিখেছেন -‘এসব নায়িকার কারণে বোর্ডের পরীক্ষার প্রস্তুতি হচ্ছে না’। অন্যজন লিখেছেন -‘এক্টিংয়ের থেকে এসব করেই বেশী লাইমলাইটে থাকেন’। তবে প্রচুর নেটিজেনরা কেউ বলেছেন ‘হট’ আবার কেউ বলেছেন ‘সেক্সি’। দিশার এই মন ভোলানো লুকস দেখে যে পুরুষদের মনে ঝড় উঠেছে তা বলাই বাহুল্য।
View this post on Instagram
পরবর্তীতে ‘PROJECT K’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রী দিশা পাটানিকে অভিনয় করতে। 500 কোটি বাজেটের এই সিনেমার এখনও রিলিজ ডেট জানা সম্ভব হয়নি। তবে এতে দিশার সাথেই অভিনয় করবেন অমিতাভ বচ্চন , প্রভাস , দীপিকা পাড়ুকোন প্রমুখরা। ওপরদিকে ‘যোদ্ধা’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করবেন নায়িকা।