Entertainment

Srabanti Chatterjee: শ্রাবন্তীর স্বামী শুভ্রজিৎ! প্রেমের গুঞ্জনের মাঝে জল্পনা তুঙ্গে

Advertisement
Advertisements

প্রেমের গুঞ্জনের মাঝেই শ্রাবন্তীর স্বামী হিসেবে প্রকাশ্যে এল পরিচালক শুভ্রজিতের (Subhrajit Mitra) নাম। টলিউডের প্রথমসারির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তাকে নিয়ে আশা করি নতুন করে বলার কিছু। কেরিয়ার ও জীবন দুই নিয়ে প্রায়শই তিনি উঠে আসেন চর্চায়। তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এমনকি  বিয়ে ও ডির্ভোস নিয়ে তাকে মাঝে মধ্যেই ট্রোলিং হতে হয়।

Srabanti Chatterjee: শ্রাবন্তীর স্বামী শুভ্রজিৎ! প্রেমের গুঞ্জনের মাঝে জল্পনা তুঙ্গে

যদিও তাতে কুচপরোয়া নেই অভিনেত্রীর। তিনবার বিয়ে ভাঙলেও এখনও পর্যন্ত তার প্রেমে না নেই। বরং মাঝেমধ্যেই টুপটাপ প্রেমে পড়তে তিনি ভালোবাসেন। রোশনের (Roshan Singh) সঙ্গে সম্পর্ক ভাঙার পর অভিরূপ নাগ চৌধুরীর (Abhirup Nag Chowdhury) সঙ্গে তার নাম জড়িয়েছিল। এরপর তার ফিটনেস কোচের সঙ্গেও প্রেমের সম্পর্ক আছে বলে কানাঘুষো শোনা গিয়েছিল। যদিও এসব এখন অতীত।

বর্তমানে কিছুদিন যাবৎ পরিচালক শুভ্রজিতের সঙ্গে তার নাম জড়িয়েছে। এমনকি তাদের সোশ্যাল পিডিএ বেশ নজর কাড়ছে সকলের। আর এরই মাঝে শোনা গেল শ্রাবন্তীর বর নাকি শুভ্রজিৎ। তাহলে কি গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী? আরে মশাই তেমনটা একেবারেই নয়। আসলে রিয়েলে নয় রিলে শ্রাবন্তীর বর হতে চলেছেন শুভ্রজিৎ। পরিচালক রাজশ্রী দে-র আগামী ছবি ‛সাদা রঙের পৃথিবী’।

Srabanti Chatterjee: শ্রাবন্তীর স্বামী শুভ্রজিৎ! প্রেমের গুঞ্জনের মাঝে জল্পনা তুঙ্গে

আর এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। আর তারই বর যেকিনা একজন বৈজ্ঞানিক সেই চরিত্রে দেখা যাবে শুভ্রজিৎকে। একজন অতিথি শিল্পী হিসেবেই দেখা মিলবে পরিচালকের। ওদিকে শ্রাবন্তীকে ডাবল রোলে দেখা যাবে। টলিপাড়ার বহু পরিচালকই অভিনেতা হিসেবে মুখ দেখিয়েছেন পর্দায়। যারমধ্যে প্রথমেই রয়েছেন কৌশিক গাঙ্গুলি (Koushik Ganguly) ও কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee)।

Srabanti Chatterjee: শ্রাবন্তীর স্বামী শুভ্রজিৎ! প্রেমের গুঞ্জনের মাঝে জল্পনা তুঙ্গে

এছাড়াও রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সৃজিত মুখোপাধ্যায়ও (Srjit Mukherjee) অভিনয় করেছেন। তবে, শুভ্রজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গকে একেবারেই পাত্তা দেননি অভিনেত্রী। তার বক্তব্য তিনি শুভ্রজিৎকে ‛দাদা’ বলে ডাকেন। আগামী দিনে শ্রাবন্তীকে ‛ডিয়ার ডি’, ‛হাঙ্গামা ডট কম’ ছবিতেও দেখা যাবে।