বাড়ি ভাড়া দেওয়ার জন্য ৩০০ টাকার বিনিময়ে বাঁদর সেজেছিলেন, রাজ চক্রবর্তীর জীবন যেন এক সিনেমা

মাত্র ৩০০ টাকার বিনিময়ে বাঁদর সেজেছিলেন আজকের টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)! একজন পরিচালকের পাশাপাশি তার রয়েছে আরও অনেক পরিচয়। তিনি একাধারে যেমন পরিচালক তেমনই ব্যারাকপুরের বিধায়ক ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানও বটে। বর্তমান সময়ে দাঁড়িয়ে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।
স্ত্রী, সন্তান নিয়ে তার সুখের সংসার। দু-হাতে টাকা রোজগার করেন তিনি। কিন্তু জানেন কি একটা সময় এই টাকা উপার্জনের জন্য বাঁদর সাজতে হয়েছিল রাজকে। সেইসব দিনের কথা শুনলে চোখে জল আসবে আপনারও। হালিশহরের ছেলে রাজ। দুচোখে আকাশ সমান স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন কলকাতায়। স্বপ্ন ছাড়া তার কাছে সম্বল বলতে আর কিছুই ছিল না।
তবে, সেইসময় ভরসা দেওয়ার মতো কিছু বন্ধু তিনি পেয়েছিলেন। তাদের মধ্যে একজন হলেন রুদ্রনীল ঘোষ। তখন রুদ্র ছিল রাজের রুমমেট। বাড়ি ভাড়ার টাকা জোগাড় করাও ছিল তখন রাজের কাছে কঠিন। কিন্তু কলকাতায় থাকতে গেলে যে, বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতেই হবে। কিন্তু কিভাবে করবেন? তারই খোঁজ দিয়েছিল রুদ্রনীল। কিন্তু জানেন কি সেই কাজ কি?
একটি শোয়ে রাজকে বাঁদর সাজতে বলা হয়েছিল। বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে ৩০০ টাকার বিনিময়ে সেদিন বাঁদর সেজেছিলেন রাজ। তার কাজ ছিল মুখ দিয়ে ‛হুপ হুপ’ শব্দ বের করা। শুধু তাই নয় একটা সময় জুনিয়র আর্টিস্টরও কাজ করেছেন রাজ। ছবির একটি সিনে খালি পায়ে সাত-আটবার দৌড়াতে বলা হয়েছিল তাকে। জুতো অবধি দেওয়া হয়নি তাকে। যারফলে পায়ের পাতা ছুলে গিয়েছিল।
অনেক স্ট্যাগেল করে রাজ আজ নিজেকে টলিউডের একনম্বর পরিচালক হিসেবে গড়ে তুলেছেন। নিজে পরিচালক হওয়ার পর তিনি এটা লক্ষ্য রাখেন যে, জুনিয়র আর্টিস্টরা যাতে কোনোভাবে অসম্মানিত বোধ না করেন। সম্প্রতি তার জীবনের এই অজানা কথাই উঠে এসেছে।