কাছের মানুষের মৃত্যু! দ্রুত গতিতে হাসপাতালে ছোটেন দীপিকা, শোকের ছায়া বলিউডে

ফের বলিউডে (Bollywood) শোকের ছায়া! নববর্ষ আসতে আর মাত্র হাতে গোনা কিছু ঘন্টা বাকি। আর তারমধ্যেই এক দুঃসংবাদ কোপ বসালো বলিউডের অন্দরে। আর যার কারণে গতকাল তড়িঘড়ি হাসপাতালে পৌঁছেছিলেন দীপিকা। তাহলে কি দীপিকার (Deepika Padukone) পরিবারের ঘটলো কোনো অঘটন? না আসলে তেমনটা নয়। জহুরির চোখ তার। এই মানুষটার হাত ধরে কত সেলেব যে বলিপাড়ায় নিজের জায়গা করেছেন তার কোনো হিসেবে নেই।
কার কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চই? তিনি হলেন বলিউডের অন্যতম কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা (Mukesh Chhabra)। এবার তার পরিবারেই ঘটলো অঘটন। বৃহস্পতিবার মাতৃহারা হলেন মুকেশ। এদিন মুম্বাইয়ের (Mumbai) কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা কমলা দেবী (Kamala Chhabra)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কিন্তু কিভাবে তার মৃত্যু হল সেই কারণ এখনও স্পষ্ট নয়।
প্রতিটি সন্তানের জীবনে তার মায়ের অবদান ঠিক কতখানি তা আশাকরি কাউকে বলে বোঝানোর নয়। তেমনই মুকেশের (Mukesh Chhabra) জীবনে তার মা ছিলেন সবচেয়ে কাছের। এদিন মৃত্যুর খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি হাসপাতালে ছোটেন দীপিকা। মুকেশের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক দীপিকার। অভিনেত্রীর কেরিয়ারের প্রথমেই দিকে মুকেশ সবসময় তাকে সাপোর্ট করে এসেছেন। হাসপাতালে ঢোকা মাত্রই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হন নায়িকা।
View this post on Instagram
তবে, এদিন শুধু দীপিকাই নয় সুনীল গ্রোভার, ফারহা খান, নুপুর শ্যানন-এর মতো অনেক বলি অভিনেতা ও অভিনেত্রীদেরও দেখা মেলে হাসপাতালে। মুকেশের হাত ধরেই বলিপাড়ায় (Bollywood) সফর শুরু করেন সুশান্ত ও সারার (Sushant-Sara) মতো অভিনেতা-অভিনেত্রীরা। এখনও পর্যন্ত ২০০-এর বেশি ছবিতে কাজ করেছেন মুকেশ। যেমন তিনি শাহরুখ (Shahrukh Khan), সালমান-এর (Salman Khan) সঙ্গে কাজ করেছেন তেমন রাজ কুমার রাও, সানিয়া মালহোত্রা মতো তরুণ সব আর্টিস্টদের খুঁজে বের করেছেন।
এছাড়াও প্রথম সারির বহু পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। ২০২০ সালে প্রথম পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেন মুকেশ (Mukesh Chhabra)। তার প্রথম ছবি ছিল ‛দিল বেচারা’ (Dil Bechara)। যেখানে অভিনয় করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যিনি এখন আর আমাদের মধ্যে নেই। ছবিটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল। স্বভাবতই মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন মুকেশ। এক জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, আজ ওশিওয়ারা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
Humppy-এর পক্ষ থেকে মুকেশের মা কমলা দেবীর আত্মার শান্তি কামনা করি।