হিন্দি গানে তুমুল নাচ করন জোহরের! ট্রোলের ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া
ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনাম কাপুর। তিনি জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর এর মেয়ে। এছাড়া তার আরও একটি পরিচয় হল তিনি চলচ্চিত্র নির্মাতা সুরিন্দর কাপুরের নাতনি। এছাড়া তিনি প্রযোজক বনি কাপুর, অভিনেতা সঞ্জয় কাপুর এর ভাইঝি।
অভিনয় জীবন শুরু করার আগে সোনাম কাপুর সঞ্জয় লীলা বনসলির সহকারী হিসেবে কাজ করতেন। তিনি অভিনেত্রী হিসেবে প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় লীলা বনসলি প্রযোজিত সাওয়ারিয়া ছবিতে। যা বক্স অফিসে ভালো ফল না করলেও বেশিরভাগ সমালোচকরা তার অভিনয়ের প্রশংসা করেন।
২০১০ সালে আই হেট লাভস্টোরিতে ইমরান খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক সাফল্য লাভ করেন। অভিনয়ের সঙ্গে সঙ্গে অন্যান্য অভিনেত্রীরা যেমন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তেমন ভাবে সোনাম কাপুর সক্রিয় নয় বললেই চলে।
তবে, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ট্রোল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ চেহারাটি সোনম কাপুরের হলেও মুখটি করণ জোহরের। বিভিন্ন গানের দৃশ্যতে সোনাম কাপুরের মুখের জায়গায় করন জোহরের মুখ বসিয়ে ট্রোল করা হচ্ছে।
এর আগেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপটিজম নিয়ে অনেকবার অনেক রকম ভাবে ট্রোল করা হয়েছিল অনেক নায়িকাকে। সেই তালিকায় তখনও ছিল সোনাম কাপুর ও করণ জোহর এর নাম। তবে, এবারও সেই তালিকায় বাদ পড়েনি করণ ও সোনম। সম্প্রতি তাদের এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।