Advertisement
EntertainmentVideoViral Video

৯০ দশকের সুপারহিট গানে ‘Dance বাংলা Dance’-র মঞ্চে দুর্দান্ত নাচ পান্তা ভাতের কুণ্ডুর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

‛দেবদাস’ সিনেমার ‛মার ডালা’ গানে ফের একবার ঝড় তুললেন দীপান্বিতা কুন্ডু। মুহূর্তে ভাইরাল ভিডিও। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো হল ‛ডান্স বাংলা ডান্স’। গত ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার ঠিক রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। যা ভক্তদের কাছে বেশ আনন্দের।

৯০ দশকের সুপারহিট গানে ‘Dance বাংলা Dance'-র মঞ্চে দুর্দান্ত নাচ পান্তা ভাতের কুণ্ডুর, ভাইরাল ভিডিও

Advertisements

আর এবারে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও প্রতিযোগী হয়ে ফিরে এসেছেন দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu)।
দীর্ঘ ১২ বছর পর আবারও নাচের মঞ্চে ফিরলেন পান্তাভাতের কুন্ডু ওরফে দীপান্বিতা। সালটা ছিল ২০০৭। ডিবিডি-র মঞ্চে অংশগ্রহণ করেছিল খুদে একটি মেয়ে। ওই সময়ই ‛বাংলায় আমার সরষে ইলিশ’ গানে নেচে তাক লাগিয়েছিলেন। মুর্শিদাবাদের বহরমপুরের সেই ছোট্ট ৪ বছরের খুদে রিয়েলিটি শো না জিততে পারলেও, মন জয় করে নিয়েছিল অগণিত মানুষের।

Advertisements

৯০ দশকের সুপারহিট গানে ‘Dance বাংলা Dance'-র মঞ্চে দুর্দান্ত নাচ পান্তা ভাতের কুণ্ডুর, ভাইরাল ভিডিও

এমনকি এমজি-র আসনে বসা মিঠুন চক্রবর্তী মজা করেই তাঁর নাম দিয়েছিলেন ‛পান্তাভাতের কন্ডু’। তারপর সেই নামেই পেয়েছিলেন জনপ্রিয়তা। তারপর থেকে তাকে আর সেভাবে টিভির পর্দায় দেখা যায়নি। বর্তমানে সে আর ছোট নেই। অনেক বড় হয়ে গিয়েছে। নিজের নাচের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানেই তার নাচের ভিডিওর দেখা মেলে।

তবে, প্রতিযোগী হিসেবে ডিবিডির মঞ্চে আসার পর থেকেই তার নাচের প্রশংসায় আবারও মুগ্ধ হচ্ছেন সকলে। আর এবার তাকে দেখা গেল বিখ্যাত ‛দেবদাস’ সিনেমার ‛মার ডালা’ গানে নাচতে। মঞ্চের মধ্যে নিজের নাচের জাদুতে ঝড় তুলেছেন দীপান্বিতা। ফের একবার তার নাচে মুগ্ধ হয়েছে সকলেই। জি বাংলার অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

বর্তমানে মিঠুন ছাড়াও এই ডান্সের মঞ্চে বিচারকের আসনে দেখা যাচ্ছে তিন সুন্দরীকে। তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।