EntertainmentVideoViral Video

Aao Huzur Tumko : ‘ডান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চে অসাধারণ নাচ পান্তা ভাতের কুন্ডুর, ভাইরাল ভিডিও

Aao Huzur Tumko‘ গানে ডান্স বাংলা ডান্স-এর মঞ্চ মাতালেন দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu)! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। দীর্ঘ ১২ বছর পর ‛ডান্স বাংলা ডান্স’-র (Dance Bangla Dance) মঞ্চে ফিরেছেন পান্তাভাতের কুন্ডু ওরফে দীপান্বিতা। সালটা ছিল ২০০৭। ডিবিডি-র মঞ্চে অংশগ্রহণ করেছিল খুদে একটি মেয়ে। ওই সময়ই ‛বাংলায় আমার সরষে ইলিশ’ গানে নেচে তাক লাগিয়েছিলেন।

মুর্শিদাবাদের বহরমপুরের সেই ছোট্ট ৪ বছরের খুদে রিয়েলিটি শো না জিততে পারলেও, মন জয় করে নিয়েছিল অগণিত মানুষের। এমনকি এমজি-র আসনে বসা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) মজা করেই তাঁর নাম দিয়েছিলেন ‛পান্তাভাতের কন্ডু’। তারপর সেই নামেই পেয়েছিলেন জনপ্রিয়তা। তারপর থেকে তাকে আর সেভাবে টিভির পর্দায় দেখা যায়নি।

বর্তমানে সে আর ছোটটি নেই। অনেক বড় হয়ে গিয়েছে। নিজের নাচের একটি ইউটিউব চ্যানেলও (Youtube Channel) রয়েছে। সেখানেই তার নাচের ভিডিওর (Video) দেখা মেলে। তবে, এবারের সিজেনে আবারও প্রতিযোগী হয়ে নাচের মঞ্চে দেখা মিলছে দীপান্বিতার। এবার আর ফোনে নয় একেবারে স্বয়ং ডিবিডি-র মঞ্চে দেখা যাচ্ছে দীপান্বিতার (Dipanwita Kundu) নাচ। আর এবার নিজের নাচের (Dance) ভিডিও (Video) দীপান্বিতা নিজের ইউটিউব চ্যানেলে (Youtube Channel) শেয়ার করেছেন।

ওই ভিডিওতে তাকে ডান্স বাংলা ডান্সের মঞ্চে ‛Aao Huzur Tumko‘ গানে নাচতে দেখা যাচ্ছে। পরণে রয়েছে কালো ও গোলাপী কম্বিনেশনের ড্রেস। ইতিমধ্যেই ৪ হাজারের বেশি মানুষ ভিডিওটি (Video) দেখে ফেলেছেন। দুশোর বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। এমনকি অনেকেই দীপান্বিতার (Dipanwita Kundu) নাচের প্রশংসা করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও।