দেবশ্রীর সঙ্গে তাল মিলিয়ে ‘Dance বাংলা Dance’-র মঞ্চে দুর্দান্ত নাচ পান্তা ভাতের কুন্ডুর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

একই মঞ্চে দেবশ্রীর সঙ্গে গানের তালে পা মেলালেন দীপান্বিতা কুন্ডু। রুমকি-চুমকির ডান্সের পারফরম্যান্স নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তাদের ডান্সের পারফরম্যান্স সারা কলকাতা বিখ্যাত। ‛কলকাতার রসগোল্লা’ গানে দেবশ্রীর ডান্স আজও সকলের কাছে সমাদৃত। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো হল ‛ডান্স বাংলা ডান্স’।
গত ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার ঠিক রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বর্তমানে তাকে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও মহাগুরু-র আসন অলংকৃত করতে দেখা যাচ্ছে। মিঠুন ছাড়াও বিচারকের আসনে দেখা যাচ্ছে তিন সুন্দরীকে।
তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। রিয়েলিটি শোয়ের মঞ্চ মানেই হাজার একটা অতিথিদের আগমন। তেমনই এবার ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে হাজির হয়েছেন ড্যান্সিং কুইন দেবশ্রী রায়। ডান্সের মঞ্চে তিনি থাকবেন আর নাচ হবেনা সেটা কি হয়?
View this post on Instagram
এদিন দেবশ্রীকে ‛বাজলো যে ঘুঙুরু’ গানে নাচতে দেখা যাচ্ছে। সঙ্গে দীপান্বিতাকেও দেখা যাচ্ছে অভিনেত্রীর সঙ্গে নাচতে। ওদিকে মিঠুন সহ বাকি ড্যান্সারাও বেশ উপভোগ করছেন দেবশ্রীর নাচ। সবমিলিয়ে একটা জমজমাট এপিসোড হতে চলেছে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে।