Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
EntertainmentVideoViral Video

‘Dance বাংলা Dance’-এর মঞ্চে শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য দীপান্বিতার, বাঁশি বাজালেন মিঠুন! মুগ্ধ নেটিজেনরা

সুপারস্টার শ্রীদেবীকে (Sridevi) শ্রদ্ধার্ঘ্য দীপান্বিতা কুন্ডুর(Dipanwita Kundu)। সঙ্গে আবার কোমর দোলালেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। নাচে গানে একেবারে জমজমাট মঞ্চ। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো হল ‛ডান্স বাংলা ডান্স’। গত ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার ঠিক রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

‘Dance বাংলা Dance'-এর মঞ্চে শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য দীপান্বিতার, বাঁশি বাজালেন মিঠুন! মুগ্ধ নেটিজেনরা

আর এবারে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও প্রতিযোগী হয়ে ফিরে এসেছেন দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu)। বহু বছর পর আবারও নাচের মঞ্চে ফিরলেন পান্তাভাতের কুন্ডু ওরফে দীপান্বিতা। সালটা ছিল ২০০৭। ডিবিডি-র মঞ্চে অংশগ্রহণ করেছিল খুদে একটি মেয়ে। ওই সময়ই ‛বাংলায় আমার সরষে ইলিশ’ গানে নেচে তাক লাগিয়েছিলেন। মুর্শিদাবাদের বহরমপুরের সেই ছোট্ট ৪ বছরের খুদে রিয়েলিটি শো না জিততে পারলেও, মন জয় করে নিয়েছিল অগণিত মানুষের।

‘Dance বাংলা Dance'-এর মঞ্চে শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য দীপান্বিতার, বাঁশি বাজালেন মিঠুন! মুগ্ধ নেটিজেনরা

এমনকি এমজি-র আসনে বসা মিঠুন চক্রবর্তী মজা করেই তাঁর নাম দিয়েছিলেন ‛পান্তা ভাতের কন্ডু’। তারপর সেই নামেই পেয়েছিলেন জনপ্রিয়তা। তারপর থেকে তাকে আর সেভাবে টিভির পর্দায় দেখা যায়নি। বর্তমানে সে আর ছোটটি নেই। অনেক বড় হয়ে গিয়েছে। নিজের নাচের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানেই তার নাচের ভিডিওর দেখা মেলে।

‘Dance বাংলা Dance'-এর মঞ্চে শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য দীপান্বিতার, বাঁশি বাজালেন মিঠুন! মুগ্ধ নেটিজেনরা

তবে, প্রতিযোগী হিসেবে ডিবিডির মঞ্চে আসার পর থেকেই তার নাচের প্রশংসায় আবারও মুগ্ধ হচ্ছেন সকলে। আর এবার তাকে দেখা গেল মিঠুন ও শ্রীদেবীর উপর পিকচারাইজেশনে তৈরি ‛Main Nachoon Too Bansi Baja’ গানে পারফর্ম করতে। এই গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে ও কিশোর কুমার। এদিন দীপান্বিতার সঙ্গে মহাগুরুকেও বাঁশি হাতে নাচতে দেখা যায়। সবমিলিয়ে আরও একবার জমে উঠেছে এই নাচের রিয়েলিটি শো।

বর্তমানে মিঠুন ছাড়াও এই ডান্সের মঞ্চে বিচারকের আসনে দেখা যাচ্ছে তিন সুন্দরীকে। তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।