১২ বছর পর ‘DBD’- এর মঞ্চে হাজির ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতা, নাচে নাচে জমে উঠলো পর্ব, ভাইরাল ভিডিও

দীর্ঘ ১২ বছর পর ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে ফিরলেন পান্তাভাতের কুন্ডু ওরফে দীপান্বিতা কুন্ডু। সম্প্রতি শুরু হয়েছে নাচের রিয়েলিটি শো ‛ডান্স বাংলা ডান্স’-র প্রোমো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের ছোট পর্দায় ফিরলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এতদিন কেন তাকে দেখা যায়নি সেই নিয়ে আগেই মুখ খুলেছেন অভিনেতা। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও মহাগুরু-র আসন অলংকৃত করবেন মিঠুন।
বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে একটি হল ‛ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। যেখানে প্রতিবছরই এই মঞ্চ থেকে কেউ না কেউ স্টার হয়ে বেরোয়। আর এবারেও আবার নাচের মঞ্চে আগুন ধরাতে হাজির হয়েছেন ২৪ জন প্রতিযোগী। তাদের মধ্যে হবে জোর টক্কর। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে নাচের এই শো। প্রতিযোগীদের ধামাকাদার পারফরম্যান্স-এ জমে উঠেছে মঞ্চ।
আর সেখানেই এবার থিম সিং-এ নাচতে দেখা যাবে দীপান্বিতা কুন্ডুকে। ১২ বছর পর আবারও নাচের মঞ্চে দেখা যাবে দীপান্বিতাকে। সম্প্রতি জি বাংলার অফিসিয়াল ইন্সট্রাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। একসময় ‛ডিবিডি’-র (Dance Bangla Dance) মঞ্চ থেকেই তাঁর পরিচিতি পাওয়ার শুরু হয়েছিল। ৪ বছরের ছোট্ট খুদে প্রতিযোগি হিসেবেই অংশগ্রহণ করেছিল। তবে, মুর্শিদাবাদের বহরমপুরের সেই ছোট্ট খুদে রিয়েলিটি শো না জিততে পারলেও, মন জয় করে নিয়েছিল অগণিত মানুষের।
এমনকি এমজি-র আসনে বসা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) মজা করেই তাঁর নাম দিয়েছিলেন ‛পান্তাভাতের কন্ডু’। তারপর সেই নামেই পেয়েছিলেন জনপ্রিয়তা। মিঠুন ছাড়াও বিচারকের আসনে দেখা যাবে তিন সুন্দরীকে। তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আর সঞ্চালকের ভূমিকায় থাকছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।