Entertainment

Anurager Chhowa: দীপার অন্তিম বিদায়ে শোকাহত বাড়ির সবাই! জানুন আসল ব্যাপারটা

Anurager Chhowa: দীপার অন্তিম যাত্রায় শোকাহত সকলে! প্রকাশ্যে ‛অনুরাগের ছোঁয়া’ র (Anurager Chhowa) নতুন ভিডিও ক্লিপ। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় তথা বেঙ্গল টপার ধারাবাহিক হল এটি। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার (Surya-Dipa) প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছিল সিরিয়ালের পর্দায়।

প্রথম থেকে এই ধারাবাহিকের মূল মন্ত্র হলো ‛রূপ নয় গুণই হলো মানুষের আসল পরিচয়’। কিন্তু যতদিন এগিয়েছে ততই ধারাবাবাহিক একেকদিকে মোড় নিয়েছে। সূর্যর দীপাকে ভুল বোঝা সহ নানান প্রসঙ্গ উঠে এসেছে সিরিয়ালের পর্দায়। যা ভক্তদের মনে কখনও কৌতূহল বাড়িয়েছে আবার কখনও বছরের পর বছর ধরে সূর্য-দীপার এই ভুল বোঝাবুঝি দেখে রীতিমতোন বিরক্ত হয়েছেন দর্শকেরা। তবে, সবকিছু পেরিয়ে বর্তমানে সিরিয়াল বইছে অন্য খাতে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই দীপাকে মা হিসেবে অস্বীকার করেছে সোনা-রুপা। আর সেই কষ্টে রাস্তা দিয়ে অন্যমনস্ক ভাবে হাঁটায় এক্সিডেন্ট রয়েছে দীপার। সে খবর সূর্যের কানে পৌছাতেই সূর্য মরিয়া হয়ে দীপার কাছে ছুটে যায়। সমস্ত চিকিৎসার ভার সে নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু তারই মাঝে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, শত চেষ্টা করেও দীপাকে বাঁচাতে পারলো না সূর্য। অবশেষে মৃত্যু হল দীপার।

যথারীতি দীপার মৃত্যুতে সকলেই ভেঙে পড়ে। সূর্য সহ সোনা-রুপা তো নিজেদের দোষী বলে ভাবে। এমনকি দীপার মৃত্যুর পরই সূর্যের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে এতদিন ধরে সে শুধু শুধু দীপাকে দোষ দিয়ে এসেছে। এবার শুধু দেখার পালা দীপার মৃত্যুর পর সোনা-রুপা সহ সূর্যের জীবন কোনদিকে মোড় নেয়। যদিও এই ভিডিওটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ থেকেই যায় সকলের মনে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।