দীপাকে নিয়ে হসপিটালে গিয়ে কঠিন সত্যের মুখোমুখি সূর্য! জানুন আসল ব্যাপারটা

দীপাকে নিয়ে হাসপাতালে গিয়ে কঠিন সত্যের মুখোমুখি হল সূর্য! ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’। প্রকাশ্যে নতুন ভিডিও। সকলেই জানেন যে, হাসপাতালে গিয়ে দীপা জানতে পেরেছে যে, সে সেই রাতে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। আর এই কথা শুনে তো মাথায় হাত তার। কেননা তার কাছে তার একটাই সন্তান রয়েছে। আর সে হল রূপা। আর এই খবর দিতেই সে ছুটে আসে সূর্যর কাছে।
আর সেখানে সোনাকে দেখে তার মনে হয় যে, তাহলে কি সোনাই তার আরেকটি মেয়ে। কিন্তু সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় মিশকা। তারপরই দীপা বাড়ির ভিতরে ঢুকে যায়। আর সেখানে গিয়ে জানতে পারে যে, মিশকা ও সূর্যের বিয়ে হয়নি। তারা আগের মতো আজও বন্ধু। আর এই শুনে তো দীপা নিজের মনে ভাবতে থাকে যে, সে তাহলে এতদিন ধরে ভুল ভেবে এসেছে। আর তারপরই এই ভাবতে ভাবতে দীপা অজ্ঞান হয়ে পড়ে যায়।
দীপাকে এভাবে দেখে সকলেই চিন্তায় পড়ে যায়। তখনই রূপা জানায় যে, তার মায়ের আজ ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। আর সেসব শুনে সূর্যও দীপাকে সেই হাসপাতলে নিয়ে যায়। আর সেখানে ডাক্তার সূর্যকে দেখে বলে যে, তাহলে আপনি দীপার স্বামী। দীপা যমজ সন্তানের জন্ম দিয়েছিল কিন্তু ও বলছে ওর কাছে দুটি সন্তান নেই। ডাক্তারের মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় সূর্য।
তারপরই ডাক্তার সব প্রমান তুলে দেয় সূর্যর হাতে। আর সেসব দেখে তো চমকে যায় সূর্য। সে বুঝতে পারে কবীর এতদিন যা বলে এসেছে সব সত্যি। এমনকি দীপাও যা বলেছে সব সত্যি। সে ভুল বুঝে এতগুলো বছর ধরে দীপাকে কষ্ট দিয়ে এসেছে। এমনকি সন্তানের সুখ পায়নি। তাহলে কি এবার মিটমাট হতে চলেছে সূর্য- দীপার সব ভুল বোঝাবুঝি। যদিও সে ব্যাপারে এখন সঠিক কিছুই বলা যাচ্ছে না।
কেননা, ভিডিওটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে প্রকাশ করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি আসতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে।