রূপার DNA টেস্ট করিয়ে সূর্যর মুখে রিপোর্ট ছুড়ে মারলো দীপা! জানুন আসল ব্যাপারটা

রুপার DNA টেস্ট করিয়ে সূর্যর মুখে রিপোর্ট ছুঁড়ে দিল দীপা! ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকে টানটান পর্ব। একেরপর এক টুইস্ট যেন এসেই চলেছে ধারাবাহিকে। আর যা নিয়ে বেশ উত্তেজিত ভক্তরা। দীপা যমজ দুই সন্তানের জন্ম দেওয়ার পরেও সে জানেনা তার অন্য একটি মেয়ের কথা। আর তাইতো রুপাকে নিয়েই তার দিনযাপন। ওদিকে তার এক মেয়ে তার বাবার কাছেই মানুষ হচ্ছে।
আর সেকথা দীপাতো জানেই না। ওদিকে জানে না সূর্য। এসব হাজারও একটা টানাপোড়েনের মাঝেই এগিয়ে চলেছে ধারাবাহিক। সকলেই জানেন নিশ্চই স্কুলে গিয়ে বাইরের খাবার খেয়ে ব্যাপক পেটে ব্যাথা হয়েছে রুপার। একেবারে অসুস্থ হয়ে পড়েছে সে। আর সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিল সূর্য। স্কুলের খাতা দেখে সে বুঝতে পেরেছে রুপার মা আসলে দীপা।
এতটুকু তো সকলেই ধারাবাহিকের পর্বে দেখেছেন। কিন্তু এরই মাঝে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, হাসপাতালে সূর্য মুখোমুখি হয়েছে দীপার। আর তখনই সূর্য দীপাকে জানায় রুপার বাবাকে এখানে আসতে। প্রতিবারের মতো এবারেও দীপা জানায় ওর বাবা সূর্য। এই কথা শুনে আবারও ক্ষেপে যায় সূর্য। কিন্তু দীপাও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও এবার বলে DNA টেস্ট করার কথা।
কিন্তু DNA টেস্ট করতে একেবারেই রাজি হয়না সূর্য। আর তখনই সেখানে উপস্থিত হয় লাবণ্য সেন। সূর্যকে DNA টেস্ট করার কথা বললে তখন সূর্য রাজি হয়। কিন্তু সূর্য মনে মনে ভাবে দীপাই হারবে। ওদিকে দীপাও মনে মনে ভাবে এবারে সূর্য হারবে। তবে, এই ভিডিও ক্লিপটি চ্যানেলের কোনো অফিসিয়াল পেজ থেকে ভাইরাল হয়নি। একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। যেহেতু এটি চ্যানেলের ভিডিও না তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে। কিন্তু আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।