Entertainment

রুপার ক্ষতি করার চেষ্টা করলে ছাড়বো না! দীপার রাগ দেখে ভয়ে কাবু মিশকা, দেখে খুশি দর্শকরা

Advertisement

ফের মুখোমুখি দীপা-মিশকা। এই মুহূর্তে ‛অনুরাগের ছোঁয়া’-র (Anurager Chowa) গোটা টিম রয়েছে দার্জিলিংয়ে। আর সেখান থেকেই একেরপর এক টুইস্ট উঠে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল টপার ধারাবাহিক এটি। দীপা-সূর্য ও সোনা-রুপাকে নিয়ে বেশ জমজমাট পর্ব চলছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে দীপা-সূর্য সহ সকলেই দার্জিলিং এসেছে।

রুপার ক্ষতি করার চেষ্টা করলে ছাড়বো না! দীপার রাগ দেখে ভয়ে কাবু মিশকা, দেখে খুশি দর্শকরা

আর সেখানেই ম্যালের মাঝে নাচে-গানে মেতে উঠেছে সেনগুপ্ত পরিবার। এমনকি দীপার সঙ্গে ধাক্কা লাগা থেকে শুরু করে সোনার নিখোঁজ হওয়ায় দীপাকে সূর্যর দোষারোপ সব কিছুই উঠে এসেছে পর্দায়। তবে, এবার দেখা যাচ্ছে সোনা-রূপা একসঙ্গে ঘুরতে বেরিয়েছে সূর্য ও তার পরিবারের সঙ্গে। অজান্তেই দুই মেয়ে তার বাবার সঙ্গে ঘুরছে। ওদিকে রুপাকে মিশকার হাত থেকে রক্ষা করার জন্য দীপাও তাদের পিছু নিয়েছে।

যেমন কথা তেমন কাজ। বাতাসিয়া লুপে হাসি-মজার মাঝেই সূর্য একান্তে দীপার নাম নেয়। আর সেটা শুনে ফেলে মিশকা। এমনকি সূর্যর সঙ্গে এই নিয়ে তার ঝামেলা ও হয়। শুধু কি তাই রুপাকে অন্যদিকে নিয়ে গিয়ে তার উপর চোটপাট করে মিশকা। আর তখনই সেখানে হাজির হয় দীপা। মুখোমুখি হয় মিশকার। দীপা মিশকাকে একবারে স্পষ্ট জানিয়ে দেয় সে রুপার কোনো ক্ষতি করার চেষ্টা করলে তাকে ছাড়বে না।

এমনকি সকলকে সব সত্যিটা বলে দেবে। এই কথায় মিশকা খানিকটা ভয় পেয়ে যায়। আবারও দীপাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে থাকে। ওদিকে সকলের সাথে রুপা খেতে না চাওয়ায় তার খাওয়ার বাড়িতে প্যাক করে দেওয়া হয়। আর হোটেলে ফিরে রূপা জানায় সে পরেরদিন ডাক্তার বাবুর সঙ্গে চা বাগান ঘুরতে যাবে। ওদিকে দীপাও ঠিক করে নিজের মেয়েকে চোখে চোখে রাখার জন্য সেও দূর থেকে তাদের উপর নজর রাখবে। এবার শুধু দেখার পালা এরই মাঝে মিশকা আবার কোন সর্বনাশ ডেকে আনে সূর্য-দীপার জীবনে।