বাড়িতে গিয়ে মিশকাকে একের পর এক থাপ্পড় কষালো দীপা, ভিডিও দেখে বেজায় খুশি দর্শকরা

এবার মুখোমুখি দীপা-মিশকা (Dipa-Mishka)! টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক। সকলেই জানেন নিশ্চই দীপা জেনে গিয়েছে তার হারিয়ে যাওয়া যমজ সন্তানের একজন হল সোনা (Sona)। আর তাই তাকে ফিরে পেতে এখন মরিয়া দীপা। লাবণ্য সেনকে ৭ দিন সময় দিয়েছে তারমধ্যে সে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে। ওদিকে সোনাও দীপাকে আর ‛ফুল মা’ নয় শুধু ‛মা’ বলেই ডাকছে। এমনকি ঘুমের মধ্যেই মা বলে ডেকে উঠছে।
এসব কিছু দেখে তো সূর্য (Surya) একেবারে অস্থির হয়ে উঠেছে। সে আবারও ভুল বুঝছে দীপাকে। ওদিকে সোনার কাছে দীপা প্রশ্ন রাখে তার কাকে চাই? তাতে সোনা স্পষ্টই বলে তার বাবা ও মা দুজনকেই চাই। কেননা সে দুজনকে ভালোবাসে। আর এতে সূর্য বুঝতে পারে যে, দীপা (Dipa) এতদিনে সোনার মনে তার সমান জায়গা করে নিয়েছে। যা সূর্য কিছুতেই মানতে পারছে না।
ওদিকে লাবণ্য ও প্রবীর (Labonya-Prabir) দুজনেই চিন্তিত ৭ দিন পর দীপা সোনাকে নিয়ে গেলে সূর্যের কি হবে সেকথা ভেবে। আর এসবের মাঝেই দেখা যাচ্ছে যে, দীপা বেশ রাত করেই হাজির হয় মিশকার (Mishka Sen) বাড়ি। আর তাও একেবারে সুন্দর শাড়ি ও গয়নায় সেজে। একেবারে যোগ্য সেনগুপ্ত পরিবারের বউ-এর সাজে। প্রথমে দীপাকে দেখে মিশকা ভাবে সে ঘুমের মধ্যেও দীপাকে দেখতে পাচ্ছে। কিন্তু দীপা দু-চার কথা বলতেই মিশকা বুঝতে পারে দীপা সত্যিই তার বাড়িতে এসেছে।
আর তারপরই দীপা দেখায় নিজের খেলা। কখনও কাকুতি মিনতি করে মিশকার কাছে সন্তানের ভিক্ষে করে। আবার পরক্ষনেই রনং দেহ মূর্তি ধারণ করে মিশকাকে চড় মারা থেকে শুরু করে হাত মুচকে ধরা, এমনকি অবশেষে বেল্টের বাড়ি দিয়ে তার মুখ থেকে সত্যি কথা বের করা কিছুই বাদ রাখেনি। দীপার সামনে পরে মিশকা জানায় জন্মের পরই সে দীপার মেয়েকে বেচে দিয়েছে। আর এই সব কথা দীপা নিজের মোবাইলে রেকর্ড করে নেয়।
যদিও এরপর মিশকা দীপাকে হুমকি দেয় রুপার (Rupa) সর্বনাশ করে দেবে। কিন্তু দীপা তাকে উল্টে বলে আসে নিজেরটা নিয়ে ভাবতে। কেননা তার চাবিকাঠি এখন দীপার কাছে। এই পর্ব দেখে বেজায় খুশি সকলেই। কেউ লিখেছেন ‛দীপার প্রতিবাদী চরিত্রের জন্য ধন্যবাদ’। আবার কেউ লিখেছেন ‛এতোদিনে একটা পর্ব দেখলাম’। আবার কেউ তো আগামী পর্বের জন্য অপেক্ষা করছেন।
View this post on Instagram
এককথায় বলা চলে যে, একেবারে জমে উঠেছে এই ধারাবাহিক। এবার শুধু দেখার পালা আগামী দিনে মিশকার শয়তানি ফাঁস হয় নাকি! আর ওদিকে সূর্য নিজের সব ভুল বুঝতে পেরে দীপাকে ফিরিয়ে আনে কিনা সেনগুপ্ত পরিবারে। বর্তমানে তারই অপেক্ষায় ভক্তরা।