সূর্যর সামনেই কবীরকে রাখি পরিয়ে সব ভুল ভেঙে দিল দীপা! জানুন আসল ব্যাপারটা

অবশেষে কবীরের হাতে রাখি পরিয়ে সূর্যর সব ভুল ভেঙে দিল দীপা! সম্প্রতি এমনই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। একেরপর এক টুইস্ট যেন লেগেই রয়েছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। আর থাকবে নাই বা কেন এটি বেঙ্গল টপার ধারাবাহিক বলে কথা। আর তাই দর্শকদের বেঁধে রাখতে নির্মাতারা রোজ দিন কোনো কোনো টুইস্ট আনছেই।
খুবই অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে সিরিয়ালটি। বর্ণের ভেদাভেদ ভুলে এক শ্যামবর্ণা মেয়ের গল্প উঠে এসেছিল এই ধারাবাহিকে। কিন্তু এখন গল্প বহুদূর এগিয়ে গিয়েছে। সূর্য-দীপার ভুল বোঝাবুঝি থেকে শুরু করে তাদের সন্তান জন্মানো এমনকি বর্তমানে সেই মেয়েদের নিয়েই এগিয়ে চলেছে গল্প। সোনা-রূপা দুজনেই তাদের অভিনয় দিয়ে মন জিতেছে দর্শকদের। ধারাবাহিকের প্রেক্ষাপট অনুযায়ী সূর্য-দীপা কেউ জানেনা তাদের যমজ সন্তান আছে।
তবে, একজন মায়ের কাছে আর অন্যজন বাবার কাছে মানুষ হচ্ছে। আর এরই মাঝেই আবারও কবীরের সঙ্গে সূর্যর দেখা হয়। এমনকি ঝামেলা হয় তাদের মধ্যে। এমনকি সোনার আসল পরিচয় কি সেই নিয়েও ওঠে প্রশ্ন। এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে যে, কবীর কোনোভাবেই মানতে চায় না সোনা মিশকার সন্তান। কেননা সোনার আদব কায়দা থেকে শুরু করে গায়ের রং সব কিছুতে দীপার ছাপ স্পষ্ট।
যদিও এসব কথা দীপা বিশ্বাস না করলেও মনে মনে সে যে সোনার জন্য টান অনুভব করে তা কিছুতেই অস্বীকার করতে পারে না। ওদিকে দীপা যাতে সুখী হয় সেই আশীর্বাদ করে কবীর দীপার বাড়ি থেকে চলে যায়। কিন্তু কিছুদূর যাওয়ার পর সে দেখে দীপার বাড়িতে ভুল করে ফোন রেখে এসেছে। তাই আবারও ছুটে যায় দীপার বাড়ি। ওদিকে সূর্য মদ খেয়ে ছুটে যায় দীপার কাছে। আর সেখানে গিয়ে কবীরকে দেখতে পেয়ে আবারও রেগে যায়।
এমনকি প্রত্যেকবারের মতো এবারেও যা নয় তাই বলে অপমান করে দীপা ও কবীরকে। কিন্ত সূর্যর এই কথা একেবারে মুখ বুজে মেনে নেয়না দীপা। আর তাই সূর্যর ভুল ভাঙতে নিজের হাতে বানানো রাখি পরিয়ে দেয় কবীরের হাতে। বুঝিয়ে দেয় তাদের সম্পর্কের সমীকরণ। এসব দেখে সূর্য অবাক হয়ে যায়। নিজের ভুল বুঝতে পারে। তবে এই ভিডিওটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে প্রকাশ করা হয়নি। আর তাই এই ভিডিওটি কতটা সত্যি তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। তবে, এবার দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে।