
এবার সূর্যর (Surya) সামনে ফাঁস হবে মিশকার (Mishka) চক্রান্ত! ফের একবার টানটান উত্তেজনা আসতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে। সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই সূর্যর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। কেননা তার হার্ট অ্যাটাক হয়েছিল। খানিকটা সুস্থ হওয়ার পর সে লাবণ্যর সঙ্গে ফন্দি করে সূর্যকে দিয়ে দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে। শয্যাশায়ী বাবার কথা রাখতে সূর্য দীপার সেনগুপ্ত বাড়িতে যাওয়া আটকাতে পারেনি।
যদিও মনে মনে সে দীপাকে (Dipa) একেবারেই মেনে নেয় না। তবে, ফুল মাকে কাছে পেয়ে বেজায় খুশি হয় সোনা (Sona)। আর তারপরই সে দীপার হাত ধরে সূর্যর ঘরে নিয়ে আসে। বলে যে, ফুল মা এবার থেকে তুমি, আমি আর বাবা এই ঘরেই থাকবো। সোনার মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় দীপা। সে মনে মনে ভাবতে থাকে তাহলে কি সোনাই আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। কিন্তু সে বুঝতে পারেনা।
আর তখনই মিশকা দীপাকে ফোন করে। আবারও সেই হুমকি দেয় দীপাকে। বলে যে, সে যদি সূর্যকে ডিভোর্স না দেয় তাহলে সে রুপার (Rupa) ক্ষতি করে দেবে। আর এই কথা শুনে দীপাতো ভয়ে সিটিয়ে যায়। আর ফোনের মধ্যেই মিশকাকে বলতে থাকে তুমি যা বলবে তাই হবে মিশকা। আমি ডাক্তারবাবুকে ডিভোর্স দেব। দীপার বলা এই কথা আড়াল থেকে শুনে ফেলে সূর্য। আর তারপরই প্রশ্ন করতে থাকে দীপাকে।
তখন দীপা সব সত্যি খুলে বলে সূর্যকে। এমনকি দীপা এও বলে যে, তাকে সে না বিশ্বাস করলেও একথা সত্যি তার যমজ সন্তান হয়েছে। আর আরেকটি সন্তান কোথায় আছে সেকথা মিশকা জানে। দীপার মুখে একথা শুনে তো অবাক হয়ে যায় সূর্য। মনে মনে বলতে থাকে এসব কিছু যদি সত্যি হয় তাহলে আমি নিজের হাতে মিশকাকে শাস্তি দেব। এমনকি মিশকার জন্য ফাঁদ পাতবে এই ফন্দি করে। তাহলে কি এবার দীপাকে বিশ্বাস করতে চলেছে সূর্য?
যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায় সকলের মনে। এখন শুধু দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে বেঙ্গল টপার ধারাবাহিক ‛অনুরাগের ছোঁয়া’-তে।