ফাঁস মিশকার ষড়যন্ত্র! দীপা জেনে গেল সোনা তারই মেয়ে, ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে নতুন চমক

সোনা-রুপাকে ঘিরে সত্যি প্রকাশের দোরগোড়ায় সূর্য-দীপা। প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে আবারও আসতে চলেছে টানটান পর্ব। যা দেখে রীতিমতো উত্তেজিত ভক্তরা। বর্তমানে দীপার উপর রাগ করে রুপাকে নিজের কাছে রেখে দিয়েছে সূর্য। দীপা চাইলেও নিজের মেয়েকে তার কাছে নিয়ে যেতে পারেনা। সূর্য অপেক্ষায় থাকে দীপা কিভাবে রুপাকে তার সামনে এসে নিজের সন্তান বলে পরিচয় দেয়।
এমনকি এদিকে কবীর-সূর্য মুখোমুখি হওয়ার পর একচোট ঝামেলা বাঁধে। তবে, এরই মাঝে কবীর সূর্যকে জানায় যে তার ও দীপার মধ্যে কোনো সম্পর্ক নেই। সে অন্য কাউকে বিয়ে করেছে। এসব কথা শোনার পরও কবীরের দিকেই দোষের আঙ্গুল তোলে সূর্য। ভাবে কবীর দীপাকে ঠকিয়েছে। তবে, ওদিকে কবীর দীপার কাছে এসে সোনার আসল পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
কবীর কোনোভাবেই মানতে চায় না সোনা মিশকার সন্তান। কেননা সোনার আদব কায়দা থেকে শুরু করে গায়ের রং সব কিছুতে দীপার ছাপ স্পষ্ট। আর এসব টানাপোড়েনের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, সূর্যর বাড়িতে একসঙ্গে খেলাধূলা করছে সোনা-রুপা। আর ওদিকে দীপা লাবণ্য সেনকে প্রশ্ন করে যে, আমার যমজ সন্তানের মেয়ে কি সোনা? নাহলে সোনা-রুপার জন্মদিন একই দিনে কিভাবে হয়?
দীপার মুখে এমন প্রশ্ন শুনে হতভম্ভ হয়ে যায় লাবণ্য সেন। আর ওদিকে সূর্য এসেও বলে সোনাকে নিয়ে কি কথা হচ্ছে। তাহলে কি আগামী দিনে সোনার আসল পরিচয় জানবে সূর্য ও দীপা দুজনেই? সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। এখন শুধু দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে।