Anurager Chhowa: ফের মিশকার ষড়যন্ত্রের শিকার দীপা, তুমুল উত্তেজনা দর্শকমহলে

ফের একবার মিশকার ষড়যন্ত্রের শিকার দীপা! ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। , বছরের পর বছর ধরে সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েই চলেছে। যা এখনও বহমান। আর এই সবকিছুর মূলে রয়েছে মিশকা।
আর তারই মাঝে চরম এক সত্যি জেনেছে দীপা। হাসপাতালে গিয়ে দীপা জানতে পেরেছে যে, সেই রাতে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। আর এই কথা শুনে তো মাথায় হাত তার। কেননা তার কাছে তার একটাই সন্তান রয়েছে। আর তারপরই সে নিজের আরেক মেয়েকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। যেহেতু সেদিন তার ডেলিভারির সময় তার শাশুড়ি অর্থাৎ লাবণ্য সেন সেখানে ছিল তাই সে তার মুখোমুখি হয়।
যদিও তার থেকে কোনো কথা জানতে না পারায় অবশেষে কবীরের স্ত্রী শিবানীর মুখোমুখি হয় দীপা। কিন্তু লাবণ্য সেনের কথামতো শিবানী দীপাকে জানায় যে, সে একটাই মেয়ের জন্ম দিয়েছিল। আর ওদিকে দীপা ও শিবানীর মধ্যে হওয়া সব কথা শুনে নেয় মিশকা। আর সে বুঝে যায় রুপা ছাড়া সোনাই হল দীপা ও সূর্যর আরেকটি সন্তান। এরপর সে দীপাকে নাকে রুমাল শুকিয়ে অজ্ঞান করে তার সঙ্গে নিয়ে যায়।
এমনকি দীপাকে হাতে রাখার জন্য বলে সেই তার আরেকটি সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে। মিশকার কথায় বিশ্বাস করে দীপা। এমনকি তার সঙ্গে একজনের কাছে যায়। কিন্তু ওই মহিলা জানায় যে, সে তার মেয়েকে পাচার করে দিয়েছে। এরপর রাস্তায় যেতে যেতে একটি বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পিছু নেয় দীপা। অবশেষে লোকজন জড়ো হয়ে যায়। এমনকি ওই বাচ্চা মেয়েটির মা এসে যায়। আর দীপার উপর চিৎকার করতে থাকে।
এমনকি বলে এই মেয়েকে সে পেটে ধরেছে। আর তখনই দীপার মনে প্রশ্ন জাগে যে, তাহলে কি মিশকা তাকে ভুল বুঝিয়েছে? এমনকি ওদিকে লাবণ্য সেনের শিবানীর সঙ্গে দেখা করতে যাওয়া ধরা পড়ে যায় সূর্যর কাছে। আর সেই নিয়েও মা-ছেলের মধ্যে মনোমালিন্য হয়। এবার শুধু দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নেয় ধারাবাহিক।