Anurager Chhowa: পঙ্গু সূর্যকে নিজের ভালোবাসা ও যত্ন দিয়ে সুস্থ করে দিল দীপা! জানুন আসল ব্যাপারটা

তাহলে কি এবার সব অভিমান দূরে সরিয়ে আবারও এক হবে সূর্য-দীপা (Surya-Dipa)! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন ভিডিও ক্লিপ। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। একেরপর এক টুইস্ট যেন এসেই চলেছে ধারাবাহিকে। আর যারফলে দর্শকেরা রীতিমতোন মুখিয়ে থাকেন এই সিরিয়ালের প্রতিটি পর্ব দেখার জন্য। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই বর্তমানে কোর্টের আদেশ অনুযায়ী একসঙ্গে থাকছে সূর্য-দীপা।
আর যা কোনোভাবেই সহ্য করতে পারছে না মিশকা (Mishka)। আর তাইতো সে দীপাকে মারতে চেয়েছিল। কিন্তু যথাসময়ে সেখানে সূর্য চলে আসায় দীপাকে বাঁচিয়ে নেয়। এমনকি আহত হয় সে। দীপাকে (Dipa) বাঁচাতে গিয়ে পায়ে চোট পায় সূর্য। আর এসব কিছুর পর লাবন্য সেন (Labonya Sen) পুলিশের সাহায্য নেয় এই ঘটনাটি কে ঘটিয়েছে তা জানার জন্য। আর এসব শুনে তো মিশকা রীতিমতো ভয় পেয়ে যায়। এমনকি দীপা গাড়ির নম্বরও পুলিশকে জানায়।
কিন্তু পুলিশ কোনোভাবেই কিছু করতে পারেনা। কারণ গাড়ির নাম্বারের কোনো অস্তিত্ব নেই। আগে থেকেই মিশকা (Mishka) গাড়ির তেমনই একটি নাম্বার নিয়েছিল যার কোনো অস্তিত্ব নেই। তাই যথারীতি এবারেও মিশকা বেচে যায়। ওদিকে সূর্য (Surya) কিছুতেই দীপার সঙ্গে যেতে চায়না। কিন্তু দীপা (Dipa) তার স্ত্রীর অধিকার দেখিয়ে সূর্যকে তার সঙ্গে তার বাড়ি নিয়ে যায়। এমনকি বলে তাকে সে সুস্থ করে তুলবে। সূর্যের সব প্রয়োজনে এগিয়ে আসে দীপা।
কিন্তু সূর্য (Surya) তার কোনো সাহায্য নিতেই রাজি নয়। বরং চোখের সামনে থেকে দীপাকে চলে যেতে বলে। এমনকি বলে তার হাতের রান্না খাবে না। যদিও এসব কথা একেবারেই গায়ে মাখে না দীপা। সে সূর্যের জন্য খাবার বানিয়ে আনে। কিন্তু সেই খাবার খাবেনা বলে জানিয়ে দেয় সূর্য। কিন্তু অবশেষে খিদের জ্বালায় সেই খাবারই চেটে পুটে খায় সূর্য। আর যা আড়াল থেকে দেখে হাসতে থাকে দীপা। ওদিকে মিশকা (Mishka) বুঝতে পারেনা সে কিভাবে সূর্য-দীপাকে আলাদা করবে।
আর তাই অস্থির হয়ে সাধু বাবার কাছে আসে। কিন্তু সাধু বাবা রূপী তবলাকে সে দেখতে পায়না। ওদিকে সূর্যর জন্য সোনার (Sona) মনখারাপ করলে লাবন্য সেন সূর্যকে (Surya) ফোন করে সোনার সঙ্গে তার কথা বলায়। এরপর রাত হতেই দীপা সূর্যর কাছে গিয়ে বলে আমরা কি আবার এক হতে পারিনা ডাক্তার বাবু? যা শুনে কান্নায় ভেঙে পড়ে সূর্য। এমনকি দীপাকে তার ভালোবাসার কথা জানায়। এরপর দীপা (Dipa) জানায় আবার তারা ভালোবাসা দিয়ে সবকিছু ঠিক করে নেবে। তাহলে কি এবার সত্যি সত্যি এক হবে সূর্য-দীপা?
যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛All Time Update’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওর (Video) সত্য তা যাচাই করেনি Humppy.Com। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।