সূর্যকে আবার ভুল বোঝাতে আসলে মিশকাকে উচিত শিক্ষা দিতে বেল্ট নিয়ে এলো দীপা! জানুন আসল ব্যাপারটা

অবশেষে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে সূর্যকে ভুল বোঝাতে চাইলো মিশকা! কিন্তু লাভের লাভ কিছুই হলনা। বরং সূর্যের হাতের চড় খেল। ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক। এই সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই যে, ইতিমধ্যেই সূর্য জেনে গিয়েছে যে, সোনা-রুপা (Sona-Rupa) তারই সন্তান। এতদিন ধরে দীপা তাকে যা বলে এসেছে সেটাই সত্যি। সে শুধু শুধু দীপাকে ভুল বুঝে এসেছে। যারকারণে সে এখন আফসোস করছে।
সূর্য দীপাকে (Surya-Dipa) বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইলে দীপা না করে দেয়। কিন্তু শেষমেষ সকলের কথা ভেবে দীপা বাড়ি ফিরে যেতে রাজি হয়। কিন্তু তার মনের মধ্যে একটা দোলাচল কাজ করতে থাকে। সে ভাবতে থাকে যে, সূর্যের করা এত অপমান সে সহ্য করে কি আবারও সংসার করতে পারবে? আর সেটা হলেও মিশকার কি তাদের আর কোনো ক্ষতি করবে না? তবে, এসব কিছুর মাঝেও দীপা ভাবে তার দুই মেয়ে যেন ভালো থাকে।
ওদিকে মিশকা (Mishka) হাসপাতালে ফোন করে জানতে পারে যে, দীপা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আর একথা সে কোনোভাবেই মানতে পারেনা। সে শুধু বারেবারে এটাই বলতে থাকে যে, তার এতদিনের করা প্ল্যান এভাবে নষ্ট হয়ে যেতে পারেনা। সূর্য শুধু তার। দরকার হলে সে তার অধিকার ছিনিয়ে নেবে। আর তারপরই সে গাড়ি নিয়ে সূর্যের কাছে ছুটে যায়। আর মাঝরাস্তায় গাড়ি থামিয়ে সূর্যকে গাড়ি থেকে বেরোতে বলে।
এরপর সূর্য (Surya) বেরিয়ে এলে সে আবারও কবীরের কথা বলে দীপার চরিত্র নিয়ে কথা বলে। কিন্তু সূর্য মিশকাকে স্পষ্ট জানিয়ে দেয় তার সব ভুল ভেঙে গেছে। কিন্তু তারপরেও মিশকা সূর্যকে কিছু বলতে গেলে গাড়ি থেকে বেল্ট হাতে বেরিয়ে আসে দীপা। এমনকি মিশকাকে জানায় সে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এই বেল্ট দিয়ে তাকে মারবে। এমনকি সূর্যও মিশকাকে চড় মারে। এবার দেখার পালা এই অপমানের পর মিশকা আবার কি শয়তানি করে।
যদিও এই ভিডিওটি (Video) কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ থেকেই যায় সকলের মনে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।