Entertainment

কাছে এসেও দূরে সরে গেল সূর্য! স্বামীর জন্য দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করলো দীপা, ফাঁস আগাম পর্ব

Advertisement
Advertisements

কাছে এসেও যেন দূরে সরে গেল সূর্য! এবার কি করবে দীপা (Dipa)? ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। দীপাকে বাঁচাতে গিয়ে মিশকার (Mishka) ষড়যন্ত্র-এর শিকার হয়েছে সূর্য। পড়ে গিয়ে পায়ে চোটও পেয়েছে। আর তাইতো এখন সে হুইল চেয়ারে করে ঘোরাঘুরি করছে। দীপার সাহায্যেই সে এখন সবকিছু করছে। যদিও দীপাকে বারবার সাবধান করছে তাকে সাহায্য না করতে। কেননা সূর্য চায়না দীপা সাহায্য করুক।

কাছে এসেও দূরে সরে গেল সূর্য! স্বামীর জন্য দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করলো দীপা, ফাঁস আগাম পর্ব

এরই মাঝে এক অন্ধকার রাতে আবেগে ভাসে দীপা-সূর্য (Dipa-Surya)। এমনকি সূর্য দীপাকে আঁকড়েও ধরে। কেননা দীপা তাকে বলে সে সবকিছু ঠিক আগের মতোন করে দেবে। কিন্তু হঠাৎই সজ্ঞানে ফেরে সূর্য (Surya)। আবারও দীপাকে ভুল বোঝে। এমনকি বলে দীপা সব মিথ্যে কথা বলছে। দীপা নানানভাবে সত্যিটা বোঝানোর চেষ্টা করলেও সূর্য তা বিশ্বাস করেনা। এরপর নিরূপায় হয়ে দীপা সেখান থেকে চলে যায়। ওদিকে পরদিন সকালে সূর্য হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়।

কাছে এসেও দূরে সরে গেল সূর্য! স্বামীর জন্য দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করলো দীপা, ফাঁস আগাম পর্ব

দীপা তাকে অনেকবার আটকানোর চেষ্টা করলেও সে দীপার (Dipa) কোনো কথা শোনে না। আর সেই মুহূর্তেই হাসপাতাল থেকে সূর্যর (Surya) সিনিয়ার ফোন করে। সূর্যকে স্পষ্ট বলে যে এখন তাকে হাসপাতালে আসতে হবেনা। আর এসব কিছুই লাবন্য সেন (Labonya Sen) প্ল্যান করে করায়। যাতে দীপা-সূর্য (Dipa-Surya) একসাথে থাকতে পারে। ওদিকে সোনাকে একা পেয়ে উর্মি (Urmi) তাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করে। ইচ্ছে করে শাড়ি মাটিতে ফেলে সোনাকে তুলতে বলে।

কাছে এসেও দূরে সরে গেল সূর্য! স্বামীর জন্য দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করলো দীপা, ফাঁস আগাম পর্ব

আর সেইসময় ঠিক সেখানে এসে হাজির হয় রূপা (Rupa)। সোনাকে উর্মির হাত থেকে সে বাঁচিয়ে নেয়। এমনকি জয়কে ডেকে উর্মির কাণ্ডের কথা বলে। এক বোন যে অন্য বোনকে কিভাবে রক্ষা করে সেটাই ফুটে উঠেছে তাদের মধ্যে। ওদিকে মিশকা (Mishka) এসে হাজির দীপার বাড়ি। যেই শুনেছে সূর্য হাসপাতালে যাবেনা তখনই সে সুযোগ বুঝে সূর্যকে নিয়ে বেরোনোর ধান্দা করে। কিন্তু দীপা তা একেবারেই হতে দেয়না। বরং সূর্যকে নিয়ে বাইরে বেরিয়ে আসে।

কাছে এসেও দূরে সরে গেল সূর্য! স্বামীর জন্য দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করলো দীপা, ফাঁস আগাম পর্ব

এরপর দেখা যায় যে, দীপা বাড়ির মধ্যেই সূর্যর জন্য একটি দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করে। যাতে সূর্যর মন ভালো থাকে। এভাবেই কি একটু একটু করে দীপা সূর্যর (Dipa-Surya) মনে জায়গা করে নেবে? নাকি এরপরেও সূর্য দীপাকে তার থেকে দূরে সরিয়ে রাখবে। আগামীদিনে কি হবে তাদের জীবনে এখন তারই অপেক্ষায় ভক্তরা।