Entertainment

Anurager Chhowa: একসাথে হাত মিলিয়ে মিশকাকে ফাঁসিয়ে দিল দীপা ও উর্মি! জানুন আসল ব্যাপারটা

উর্মির (Urmi) সন্তানকে দেখতে এসে প্রমান সহ ফেঁসে গেল মিশকা (Mishka)! ফের একবার জমজমাট পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী সকলেই এখন উর্মির সন্তানকে নিয়ে আনন্দে মাতোয়ারা। এমনকি সকলে মিলে হাজির হয়েছে দীপা ও উর্মির বাবার বাড়িতে। তবে, সূর্য তার পরিবারের সঙ্গে সেখানে না গেলেও পরে নিজেই সেই বাড়ির উদ্যেশে রওনা দেয়। আর সেটা জানতে পেরে তো মাথাখারাপ হয়ে যায় মিশকার।

সে মনে মনে ভাবতে থাকে যে, ওই বাড়িতে তো দীপা (Dipa) আছে। এবার যদি সূর্য ও দীপার মিল হয়ে যায়। আর একথা ভেবেই সে তড়িঘড়ি দীপার বাবার বাড়ি যাওয়ার উদ্যেশে বেরিয়ে পড়ে। আর সেখানে গিয়ে দেখতে পায় সকলেই উর্মির ছেলেকে নিয়ে হাসি-মজায় মেতে আছে। মিশকাকে সেখানে দেখে তো অবাক সকলেই। কিন্তু মুখের উপর কিছুই বলতে পারছে না। কিন্তু উর্মি (Urmi) এবার থেমে থাকার পাত্রী নয়।

সে দীপাকে (Dipa) বলে যে, তুই জানিস দিদি এই মিশকাই তোদের সংসার ভাঙার মূলে। ওই দাদার কানে বিষ ঢালে। আমি এবার তোদের সংসার জোড়া লাগিয়ে দেব। যদিও দীপা উর্মিকে বলে তোকে কিছু করতে হবেনা বোনু। ওদিকে মিশকা তার ব্যাগ রেখে বাইরে চলে যায়। আর তখনই উর্মি তার ব্যাগ সার্চ করে । আর তারপরই দেখতে পায় একটি রিপোর্ট। যেটি সোনা (Sona) ও সূর্যর (Surya) DNA টেস্টের রিপোর্ট।

প্রথমে সেটি দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় উর্মি। কিন্তু বুঝতে পারে এই রিপোর্টই পারে তার দিদির সংসার জোড়া লাগাতে। কেননা এই রিপোর্ট দেখে স্পষ্ট যে, সোনা ও রুপা (Sona-Rupa) দুজনেই দাদাই অর্থাৎ সূর্যর সন্তান। তারপরেও সে সেই রিপোর্ট দীপার হাতে তুলে দেয়। দীপা (Dipa) তো সেই রিপোর্ট দেখে অবাক। এমনকি উর্মিকে বলে বোনু তুই যে আমার কতবড় উপকার করলি।

এরপর দীপা নিজেই সেই রিপোর্ট সূর্যের হাতে তুলে দেয়। আর বলে এই রিপোর্ট দেখলেই আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর আপনি আপনার আশেপাশের মানুষকে চিনতে পারবেন। সূর্য (Surya) তো রিপোর্ট দেখে অবাক হয়ে যায়। আর ওদিকে মিশকাও ভয় পেয়ে যায়। তাহলে কি আগামী দিনে সত্যি সত্যি মিশকার মুখোশ খুলে যাবে সূর্যের সামনে?

সম্প্রতি ভাইরাল (Viral) হওয়া এই ভিডিও (Video) ক্লিপটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি আসলে ‛Telly Golpo’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। তাই এই ভিডিও ক্লিপটি আদতে কতটা সঠিক তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। এবার শুধু দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকের পর্দায়।