মা-মেয়ে রকড! মিশকাকে জব্দ করলো দীপা ও রূপা, এদিকে মাথায় শান্তি জল ঢাললো সূর্য, নয়া চমক অনুরাগের ‘ছোঁয়া’য়

অবশেষে মিশকার (Mishka) জায়গা বুঝিয়ে দিল দীপা (Dipa)! টানটান পর্ব ‛অনুরাগের ছোঁয়া’তে (Anurager Chhowa)। সূর্য-দীপার (Surya-Dipa) বিবাহবার্ষিকীর দিনেই তাদের বিয়ে দেওয়ার প্ল্যান করে সোনা-রুপা। যদিও তা অজান্তেই। আর ওদিকে লাবন্যও সেনগুপ্ত পরিবারে পুজোর আয়োজন করে। আর এই সবমিলিয়ে দীপা-রুপা মিলে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। প্রথমে তো সূর্য-দীপার বিয়ে নিয়ে একপ্রকার হুলুস্থুলু কান্ড বাধে পরিবারে। তবে, অবশেষে সেসব বাদ দিয়ে পূজোতে সবাই মন দেয়।
আর এদিন ঠাকুরের ভোগের খিচুড়িও সেনগুপ্ত পরিবারের বড় বউ হিসেবে দীপাই বানায়। এমনকি সকলে পাত পেরে বসে খায়। আর ঠিক তখনই দীপা লাবণ্যর ফোন থেকে মিশকাকে (Mishka) ভিডিও কল (Video Call) করে। এমনকি সেখানে কি ঘটছে না ঘটছে সবটা মিশকাকে দেখায়। এমনকি জানায় যে, তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে এ বাড়িতে পুজোর আয়োজন হয়েছে। আর এসব দেখে তো মিশকা একেবারে রেগে আগুন।
ফোনের মধ্যেই রীতিমতো দীপাকে হুমকি দিতে থাকে। এমনকি বলে সূর্য (Surya) শুধু তার কথাই বিশ্বাস করবে। কিন্তু দীপা (Dipa) একেবারেই ভেঙে না পড়ে পাল্টা কথায় মিশকাকে জবাব দেয়। বলে আইনের কাছে সেই এখনও সূর্যের স্ত্রী। এই বলে মিশকার মুখের উপর ফোন কেটে দেয়। আর তাতে মিশকা আবারও রেগে যায়। আর তারপর সূর্য-দীপা-সোনা-রুপা মিলে একসঙ্গে খেতে বসে। তবে, এদিনেও সূর্যের ব্যবহার কষ্ট দেয় সকলকে।
ঠাকুরের শান্তির জলের ঘটি সকলের সামনে নিজের মাথায় ঢালে সূর্য। বলে তার জীবনেই শান্তির অভাব। এমনকি দীপাকে আলাদা করে উপরে নিয়ে গিয়েও নানান কথা শোনায়। এমনকি মুক্তি পেতে চায়। যদিও দীপা (Dipa) তাকে হাজার বার বোঝালেও সে শোনে না। অবশেষে দীপা বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। আর বলে যায় সে তাকে কখনও মুক্তি দেবে না। এরপর রুপাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে আসে দীপা।
আর ঠিক বেরোনোর পরই মিশকার সঙ্গে দেখা হয় দীপা ও রুপার। রাস্তায় দীপাকে একা পেয়ে মিশকা দীপাকে (Mishka-Dipa) শাসাতে থাকে। যদিও দীপা চুপ থাকেনা। এমনকি এবার রূপাও মায়ের হয়ে প্রতিবাদ জানায়। বলে যে, সবকিছু সে দিদিভাইকে বলে দেবে। আর তার আগে রুপার মায়ের সঙ্গে এভাবে কথা বলার শাস্তি সে দেবে। এমনকি মিশকাকে সহবত শিখতেও বলে। রুপার মধ্যে একদম লাবন্য সেনের ছায়া স্পষ্ট ফুটে ওঠে।
তাহলে কি আগামী দিনে সন্তানদের হাত ধরেই আবারও এক হবে সূর্য-দীপার (Surya-Dipa) জীবন? ফাঁস হবে মিশকার ষড়যন্ত্র? সেকথা বলবে ধারাবাহিকের আগামী পর্বগুলি।