EntertainmentVideoViral Video

‘সুপার হট’ আম্রপালি ও মোনালিসার সঙ্গে বন্ধ ঘরে ভরপুর রোমান্স নিরাহুয়ার, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

ফের আম্রপালি ও দীনেশের (Amrapali-Dinesh) রোম্যান্সে ঘুম উড়লো নেটিজেনদের। ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey) এবং দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে ‛নিরাহুয়া’-এর কেমিস্ট্রি বরাবরই নজর কেড়ে এসেছে দর্শকদের। আর এবারেও তার অন্যথা হয়নি। বলতে গেলে তাদের নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় তারা। তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। না বললেই নয় যে তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই আলোড়ন সৃষ্টি করে।

সম্প্রতি তাদের একটি পুরোনো গান বেশ ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। এই গানটিতেও প্রতিবারের মতো এবারেও তাদের রসায়ন মনে ধরেছে নেটিজেনদের। যেখানে তাদেরকে জনপ্রিয় ভোজপুরী গানে নাচতে দেখা যাচ্ছে। তবে, এই ভিডিওতে শুধু আম্রপালিই নয় দেখা গিয়েছে ‛দুপুর ঠাকুরপো’ সিজেনের ঝুমা বৌদি ওরফে মোনালিসাকে (Monalisa)। কখনও মোনালিসার সঙ্গে আবার কখনও আম্রপালির সঙ্গে চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে দীনেশ লাল যাদবকে (Dinesh Lal Yadav)।

ভোজপুরী গানের সঙ্গে তাদের নাচ আরও একবার আলোড়ন সৃষ্টি করেছে নেট মাধ্যমে। আম্রপালির (Amrapali Dubey) পরণে রয়েছে সবুজ রঙের শাড়ি। আর ওদিকে মোনালিসার পরণে রয়েছে গোলাপী রঙের ওয়েস্টার্ন ড্রেস। ভিডিওতে (Video) দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালিকে দেখে মুগ্ধ হয়েছেন সকালেই। পাশাপাশি মোনালিসার (Monalisa) সঙ্গেও দীনেশের (Dinesh Lal Yadav) কেমিস্ট্রি ব্যাপক পরিমানে মনে ধরেছে সকলের।

‛Wave Music Bhojpuri’ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ৬ বছর আগের এই ভিডিওটি (Video) ইতিমধ্যেই ১৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৫৩ হাজার মানুষ। ভোজপুরি সিনেমার সুপারস্টার দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবের (Amrapali Dubey) জুটি সবচেয়ে রোমান্টিক জুটি হিসেবে পরিচিত। সম্প্রতি ফের একবার তাদের নাচ ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।