ঘরের ভিতর সুপার হট কাজল রাঘবাণীর সাথে ভরপুর রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

‛Jhumka Jhulaniya Diha’ গানে আম্রপালি-দীনেশ ও কাজলের (Amrapali-Dinesh-Kajol) রোমান্সে ঘুম উড়লো নেটপাড়ার। ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey) এবং দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে ‘নিরহুয়া’-এর কেমিস্ট্রি বরাবরই নজর কাড়ে দর্শকদের। তবে, এবারে এই দুই জনপ্রিয় জুটির সঙ্গে একসঙ্গে দেখা গেল কাজল রাঘবানীকে (Kajal Raghwani)। যিনি কিনা ভোজপুরী ইন্ডাস্ট্রির আরও জনপ্রিয় একজন অভিনেত্রী। আর এবার দুই অভিনেত্রীর সঙ্গে একসঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে দীনেশ লাল যাদবকে।
ভোজপুরী ‛Aashik Aawara‘ সিনেমার গানেই তাদের রোম্যান্স করতে দেখা গিয়েছে। তাদের নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় তারা। তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। না বললেই নয় যে তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই আলোড়ন সৃষ্টি করে। দিনে দিনে ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে।
বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকে। আজকালকার দিনে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে, ঘুরে বেড়াতে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই (Video) নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে।
সম্প্রতি আম্রপালি-দীনেশ ও কাজলের (Amrapali-Dinesh-Kajal) একটি পুরোনো গান বেশ ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। যেখানে তাদের ‛Jhumka Jhulaniya Diha‘ গানে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। প্রতিবারের মতো এবারেও তাদের রসায়ন মনে ধরেছে নেটিজেনদের। ভোজপুরী গানের সঙ্গে তাদের নাচ (Dance) আরও একবার আলোড়ন সৃষ্টি করেছে নেট মাধ্যমে।
ভিডিওতে (Video) আম্রপালি (Amrapali Dubey) ও কাজলের (Kajal Raghwani) পরনে রয়েছে শাড়ি। আর দীনেশের পরনে রয়েছে পাঞ্জাবি। ভিডিওটি প্রায় ৬ লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন দেড় হাজারের কাছাকাছি মানুষ। ‛Bhojpuri No 1 Channel‘ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে।