EntertainmentVideoViral Video

Bhojpuri Video : সেক্সীয়েস্ট যামিনীর সাথে খোলা পরিবেশে চরম ঘনিষ্ট নিরাহুয়া, দেখে ঘুম উড়েছে ভক্তদের

আম্রপালি অথবা কাজল নয়, হটেস্ট যামিনী সিংয়ের সাথে ভরপুর রোমান্স দীনেশ লাল যাদবের, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, দেখে নিন ভিডিও

বর্তমানে সালটা ২০২৩। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকে। আর এই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় জুটি হল দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়া ও আম্রপালি দুবে। তবে, দীনেশ লাল যাদব এমন একজন অভিনেতা যিনি যেই অভিনেত্রীর সঙ্গেই স্ক্রিনে আসুক না কেন আলোড়ন সৃষ্টি করে। তেমনই সম্প্রতি দীনেশ ও যামিনী সিং-এর রোম্যান্টিক ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

  • Movie: Lallu Ki Laila
  • Song: Ek Bar E Raja Ankhiya Ke Sojha
  • Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়া ও যামিনী সিং (Yamini Singh)
  • Singer: Priyanka Singh

  • Story: গোটা ভিডিওতে দীনেশ ও যামিনীকে রোম্যান্টিক মুডে দেখা যাচ্ছে। মূলত যামিনীর কল্পনায় দীনেশ বারবার ধরা দিচ্ছে। আর তারই মাঝে তাদের কাছাকাছি আসতে দেখা যাচ্ছে। কখনও রাস্তার মাঝে আবার কখনও ভেজা শরীরে একে অপরের শরীরের নেশায় মেতেছেন। ভিডিওতে যামিনীকে কখনও শর্ট ড্রেসে আবার কখনও থাইস্লিট ওয়ানপিসে দেখা যাচ্ছে। আর দীনেশের পরণে রয়েছে শার্ট ও প্যান্ট

  • Youtube Channel: ‛WorldWise Records Bhojpuri’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
  • Views: ৩ বছর আগের পুরোনো এই ভিডিও ৮ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৫১ হাজার মানুষ।

সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল দীনেশ ও যামিনীর (Dinesh-Yamini) এই ভিডিও (Video)।