খোলা আকাশের নিচে দীনেশ লাল যাদবের সাথে ভরপুর রোমান্স শ্রুতির, ভাইরাল ভিডিও

নিরহুয়া ও শ্রুতি রাওয়ের কেমিস্ট্রি প্রথম থেকেই চোখে পড়ার মতো। রসালো ভিডিও তাঁদের হামেশাই নজর কেড়ে ওঠে। অনেকেই মনে করেন তারা দুজনে বাস্তবেই স্বামী-স্ত্রী। ভোজপুরি ইন্ডাস্ট্রির হট অভিনেত্রী শ্রুতি রাও (Shruti Rao) এর এক সে এক সিনেমা দেখলে ঘাম ছুটবে আপনার। অন্যদিকে ভোজপুরি ইন্ডাস্ট্রির বাদশা বলা চলে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়াকে। প্রতিবারের মতো এবারও সম্প্রতি ভোজপুরি ‘রাজা ডলি লেকে আজা’ (Raja Doli Leke Aja) সিনেমার একটি গান ভাইরাল (Viral) হয়ে উঠেছে। এই সিনেমায় নিরাহুয়ার সাথেই জুটি বেঁধে ছিলেন শ্রুতি রাও।
রোমান্স ভরা এই গানের নাম ‘পায়েল কে ঘুঙরুয়া’ (Payal Ke Ghungharua)। এই রোমান্স যেন পুরোনো হলেও ভোলার নয়। খোলা পরিবেশের মধ্যেই এবার নিলজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছেন এই জুটি। ভিডিওর শুরুতেই লাল শাড়ি ও ব্লাউজে কার্যত হট বৌয়ের সাজে উপস্থিত শ্রুতি। অন্যদিকে প্রতিবারের মতো নায়িকাকে দেখেই উৎফুল্ল হয়ে উঠেছেন নিরহুয়া।
নায়িকার পরনের শাড়ি থাকলেও জবরদস্ত নাচ করার জন্য অর্ধেক সময়ে তা শরীর থেকে নেমেগেছিলো। যার ফলে সুঠাম ফিগারে উষ্ণতা বাড়িয়েছে ভিডিওর। শরীরী চাহুনিতে নিজেকে কোন মতে সামলেছেন নিরহুয়া। খোলা আকাশকে সাক্ষী রেখে জবরদস্ত রোমান্স ও সাথেই থাকবে শরীরের উষ্ণতা ঝরানো চাহুনি। ‘Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ৫ মাস আগে আপলোড করা হয় এই ভিডিও।
এখনো পর্যন্ত ১ লক্ষ মানুষ দেখে নিয়েছেন তাদের ঘাম ঝরানো রোমান্স। সাথেই হাজার হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। হট এই ভিডিও দেখে কার্যত নিজেকে বেঁধে রাখা দায়। শরীরের অঙ্গ গুলি যেন নায়িকার সাথেই কিছু বলতে চেয়েছেন। হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো পুরুষকে কাবু করতে বাধ্য। আপনাদের জানিয়ে রাখি দুর্দান্ত এই গানটি গেয়েছেন গায়িকা প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh) ও গায়ক আলোক কুমার (alok Kumar)।