EntertainmentVideoViral Video

রাতের অন্ধকারে হটেস্ট ঋতুর সাথে ঘনিষ্ট মুহূর্তে নিরাহুয়া! ভুলেও দেখবেন না বাচ্চাদের সামনে

Bhojpuri Video : সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ভোজপুরি সিনেমা (Bhojpuri Movie) এবং ভোজপুরি গানের (Bhojpuri Song)। আর যদি সিনেমার নায়ক হন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) অর্থাৎ নিরাহুয়া তাহলে তো আর কোনো কথাই নেই। তিনি যেন বলিউডের শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর ছবি মানেই বক্স অফিসে সুপার-ডুপার হিট। সোশ্যাল মিডিয়াতেও মাঝেমধ্যেই ঘুরে বেড়ায় অভিনেতার নানান ধরনের ভিডিও। আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল তেমনই একটি ভাইরাল গান। তবে অবশ্যই দরজা বন্ধ করে একাই দেখতে হবে এই গানটি।

  • Film : ‘বিজয়পথ’ (Vijaypath)
  • Song : এক হি খাটিয়া হ্যায় এক হি তাকিয়া হ্যায় (Ek Hi Kathiya Hai Ek Hi Takiya Hai)
  • Cast : দিনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), ঋতু সিং (Ritu Singh)
  • Singers : প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh), ওম ঝা (Om Jha)

  • Song Story : ভাইরাল এই গানে নিরহুয়াকে প্রেম নিবেদন করেন অভিনেত্রী। ছোট্ট একটি বন্ধ ঘরে এবং চৌকির মধ্যেই শুরু হয় সেই প্রেম। রোমান্টিক এই ভিডিও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া এই ভিডিওতে নায়িকা ঋতু সিং এর পরনে ছিল শাড়ি। এবং ভোজপুরি নায়ককে দেখা গেল ক্যাজুয়াল টি শার্ট, ট্রাকসুট পরে।
  • Youtube Channel : Zee Music Bhojpuri নামক চ্যানেল থেকে ইউটিউবে তুলে ধরা হয়েছে এই গানের ভিডিওটি।
  • Views : ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন ৩,৫৭,৮৫১ জন দর্শক।

ভিডিওর কমেন্ট বক্সে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভোজপুরী নায়ক নিরাহুয়াকে। এই গান যে দর্শকদের কতটা পছন্দ হয়েছে তা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে। আপনারও কী এই গানটি ভালো লেগেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।