EntertainmentVideoViral Video

Bhojpuri Video : সুইমিং পুলের জলে হটেস্ট ঋতুর সাথে চরম ঘনিষ্ট মুহূর্তে দীনেশ লাল যাদব, দেখে ঘুম উড়েছে অনুগামীদের

Vijaypath‘ সিনেমার ‛Balam Mora Laachi Ke Daana‘ গানে ভোজপুরী অভিনেত্রী ঋতু সিং-এর (Ritu Singh) সঙ্গে চরম রোম্যান্সে মাতলেন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav)। মুহূর্তে ভাইরাল ভিডিও। ভোজপুরী ইন্ডাস্ট্রির রাজা হলেন দীনেশ লাল যাদব। তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই বেশি পরিচিতি। তিনি এতটাই জনপ্রিয় সকলের কাছে যে তার যেকোনো ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই আলাদা করে উন্মাদনার সৃষ্টি করে। নেটিজেনরা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাকে দেখার।

হিন্দিতে যেমন শাহরুখ খান, বাংলায় যেমন দেব-জিৎ তেমনই ভোজপুরী ইন্ডাস্ট্রিতে দীনেশ লাল যাদব হলেন সুপারস্টার। দীনেশের (Dinesh Lal Yadav) গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় তিনি এবং বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার কেমিস্ট্রি। আর সেই কারণে তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। না বললেই নয় যে তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই আলোড়ন সৃষ্টি করে। দিনে দিনে ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে।

বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকে। আজকালকার দিনে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে, ঘুরে বেড়াতে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিও (Video) নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে।

তেমনই ‛Vijaypath‘ সিনেমার ‛Balam Mora Laachi Ke Daana‘ গানে দীনেশ লাল যাদব ও ঋতু সিংকে (Ritu Singh) নাচতে দেখা যাচ্ছে। কখনও কোনো পার্কে আবার কখনও সুইমিং পুলে নাচের সঙ্গেই তারা মেতেছেন চরম রোম্যান্সে। নিরাহুয়ার পরণে কখনও রয়েছে টিশার্ট ও প্যান্ট আবার কখনও তাকে শার্ট-প্যান্টেও দেখা যাচ্ছে। আর ওদিকে ঋতুর পরণে রয়েছে শাড়ি। বরাবরই দীনেশ-কাজল অথবা দীনেশ-আম্রপালির রোম্যান্সে ঘুম ওড়ে ভক্তদের।

তবে, এবার দীনেশ ও ঋতুর (Dinesh-Ritu) রোম্যান্সে মুগ্ধ হলেন সাইবারবাসী। সিনেমায় এই গানটি গেয়েছেন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও প্রিয়াঙ্কা সিং। একজন অভিনেতার পাশাপাশি তিনি যে একজন দক্ষ গায়কও তারও প্রমান মিলেছে। যদিও এই প্রথম নয়। এর আগেও তিনি একাধিক সিনেমা হোক বা মিউজিক ভিডিওর এলবামে গান গেয়েছেন। ‛Zee Music Bhojpuri‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে।

মাত্র ৫ মাস আগে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই দেড় লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দও করেছেন আড়াই হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও (Video)।