হটেস্ট মহিমার সাথে প্রেমের সাগরে ডুবে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

দীনেশ লাল যাদব (Dinesh lal Yadav) অর্থাৎ নিরাহুয়া একজন সুপারস্টার। ভোজপুরি সিনেমার মাধ্যমে সে তার অভিনয় সম্পূর্ণ দেশে ছড়িয়ে দিয়েছে। তার সব সিনেমা ব্যাপকভাবে দর্শকদের পছন্দ। তবে শুধু তো নিরাহুয়াকে নিয়ে বললে হবে না। প্রতিবারই তার সাথে থাকে কোনো না কোনো নায়িকাকে দেখা যায়। তবে এবার আম্রপালি দুবে (Amrapali Dubey) কিংবা কাজল রাঘবানি (Kajal Raghwani) নয়। তার নতুন নায়িকার নাম হলো মহিমা গুপ্তা (Mahima Gupta)।
‘জান লেবু কা’ (Jaan Lebu ka) সিনেমার ‘তাড়সে লা মন’ (Tarse La Maan) গানটি ব্যাপক জনপ্রিয়। সেই গানেই দেখা মিলেছে নিরাহুয়া ও মহিমাকে একসাথে। এবার কার্যত সুইমিং পুলের পাশে বিকিনিতে মহিমা হাজির হয়েছে। গোলাপি রঙের ব্রালেট তার পরনে। বক্ষ বিভাজকা ঠিকরে বেরিয়েছে আসতে চেয়েছে।
এই জুটির এমন রোমান্স যা আবারো নিলজ্জের সব সীমা অতিক্রম করেছে। কাউকে পরোয়া না করেই নিরাহুয়ার হাত গিয়ে পড়লো মহিমার শরীরে। নির্লজ্জের সব সীমা অতিক্রম করেছেন তারা। নাচে গানে মত্ত হলেন জুটি। গানের তালে তালে ফাটিয়ে নাচ করলেন দুজনেই। নাচ হলেও রোমান্সে কোনো খামতি নেই। নিরাহুয়ার গভীর চুম্বন তাও আবার মহিমার শরীরে যেন যৌবনের সাগরে ভাসিয়ে তুলেছে।
গানটি গেয়েছেন ওম ঝাঁ (Om Jha)। যে কারণে ১ মাসের মধ্যেই এই ভিডিও এখন ১.৮ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। ‘SRK Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। লাইক ও কমেন্টের বন্যা এসেছে। রাজ্য ছেড়ে এখন দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছেন মহিমা। এমন সুঠাম ফিগার ও হট এক্সপ্রেশন তার যা ঘাম ঝরাবেই। সবাই কার্যত এই উষ্ণতায় মাখা গানের থেকে চোখ সরাতে পারেনি। তার সাথেই নায়িকার দুর্দান্ত নজর কারা নাচ। সবার কথায় নির্লজ্জের সব সীমা লঙ্ঘন করেছেন এই ভিডিওর মাধ্যমে।