EntertainmentVideoViral Video

Viral : সর্বাঙ্গে টাওয়াল জড়িয়ে নিরাহুয়ার কোলে উঠে তুমুল রোমান্স কাজল রাঘবাণীর, ভাইরাল ভিডিও

ঘরের মধ্যেই চরম রোম্যান্স-এ মাতলেন দীনেশ লাল যাদব ও কাজল রাঘবানী (Kajal Raghwani)। মুহূর্তে ভাইরাল ভিডিও। ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey) এবং দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে ‘নিরহুয়া’র কেমিস্ট্রি বরাবরই নজর কাড়ে দর্শকদের। আর সেকথা কারোরই অজানা নয়। কিন্তু কিছুদিন যাবৎ কাজল ও দীনেশ লাল যাদবের কেমিস্ট্রি নতুন করে আকর্ষণ করছে ভক্তদের।

কাজল রাঘবানী (Kajal Raghwani) হলেন ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী। তাকে নিয়েও নতুন করে বলার কিছু নেই। তাদের গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় তারা। তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। না বললেই নয় যে তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই আলোড়ন সৃষ্টি করে। দিনে দিনে ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে।

বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকে। আজকালকার দিনে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে, ঘুরে বেড়াতে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই (Video) নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে।

সম্প্রতি দীনেশ ও কাজলের (Dinesh-Kajal) একটি পুরোনো গান বেশ ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। গানের নাম ‘Mai Re Mai Re Bethata Kamariya‘। যেখানে তাদের ঘরের মধ্যে ভোজপুরী গানে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। প্রথমদিকে কাজলের পরণে রয়েছে সবুজ রঙের তোয়ালে। এরপর তাকে শর্ট ড্রেসে দেখা যাচ্ছে। প্রতিবারের মতো এবারেও তাদের রসায়ন মনে ধরেছে নেটিজেনদের। ভোজপুরী গানের সঙ্গে তাদের নাচ (Dance) আরও একবার আলোড়ন সৃষ্টি করেছে নেটমাধ্যমে।

WWR Hamar Bhojpuriya’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ৩৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি অনেকে আবার পছন্দও করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও (Video)।