Bhojpuri Video : হটেস্ট আম্রপালিকে কোলে বসিয়ে ভরপুর রোমান্স দীনেশ লাল যাদবের, তুমুল ভাইরাল ভিডিও

দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) অর্থাৎ নিরাহুয়া কার্যত সব সীমা লঙ্ঘন করেছে। তবে সে একা নয় তার সাথেই আম্রপালি দুবে (Amrapali Dubey) পুরোপুরি যুক্ত। কার্যত মাঝ রাস্তায় যেভাবে রোমান্স করেছে দুজনে তা বলার মতো না। না না কোনো বাস্তব নয় বরং সিনেমার গানের কথা হচ্ছে। এই জুটির এমন রোমান্স যা আবারো নিলজ্জের সব সীমা অতিক্রম করেছে। চলুন তাহলে আপনাদের সেই গান সম্পর্কে জানানো যাক।
Film : নিরাহুয়া চালাল শাশুরাল ২ (Nirahua Chalal Sasural 2)
Song : তবলে পে লাভেল মিলি (Table Pe Lavel Mili)
Cast : দীনেশ লাল যাদব, আম্রপালি দুবে (Amrapali Dubey)
Singers : দীনেশ লাল যাদব, কল্পনা
Cast : ভিডিওর শুরু হয়েছে পাঞ্জা লড়াইয়ের মধ্যে দিয়ে। আম্রপালি নিজেই নায়ককে ডেকে আনলেন পাঞ্জা লড়াইয়ের জন্য। যে কারণে সেই পাঞ্জা লরাই যে কখন রোমান্টিক লড়াইয়ে বদলে যাবে বোঝা যাবে না। খাটের মধ্যে নায়ক নায়িকাকে দেখা গেছে হট এক্সপ্রেশনে। এমনিতেই আম্রপালি এক্সপ্রেশন কুইন। সাথেই যদি থাকে নিরাহুয়া তাহলে কেমন রোমান্টিক খেলা হবে তা বুঝতে ভুল হবে না। গোলাপি রঙে পোশাকে হটবম্ব লাগছিলো আম্রপালি দুবেকে। দুজনেই কার্যত ব্যাপক রোমান্স করেছেন। নিরাহুয়ার গভীর চুম্বন তাও আবার আম্রপালির শরীরে যেন যৌবনের সাগরে ভাসিয়ে তুলেছে। আম্রপালির শরীরে নিজেকে কার্যত হারিয়ে বসলেন নিরহুয়া।
Youtube Channel : ‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
Views : এখনও পর্যন্ত ৩,৩৬,০৪,৬৩১ জন মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন।
দর্শকদের কথায় নির্লজ্জের সব সীমা লঙ্ঘন করেছেন এই ভিডিও। তাই এই ভিডিও কোনো মতেই মিস করবেন না।