Nirahua-Amrapali : আম্রপালির হট লুকে নিয়ন্ত্রণ হারিয়ে উষ্ণ রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভোজপুরি ভিডিও

নিরাহুয়া ও আম্রপালি দুবে আবারো কাঁপাচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। তাঁদের নতুন সিনেমার কার্যত হাউজফুল প্রতিটি শো। আবারো দেখিয়ে দিয়েছে শত শত সিনেমা রিলিজ করলেও তারাই ভোজপুরি সিনেমার শাহরুখ ও কাজল। সিনেমায় বারংবার দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) কার্যত সবসীমা লঙ্ঘন করেছে। তবে সে একা নয় তার সাথেই আম্রপালি দুবে (Amrapali Dubey) পুরোপুরি যুক্ত। কারণ আপনারা জানেন রোমান্স ছাড়া সেই সিনেমা থাকে অসম্পূর্ণ। এই জুটির এমন রোমান্স যা আবারো নিলজ্জের সব সীমা অতিক্রম করেছে। চলুন তাহলে আপনাদের সেই গান সম্পর্কে জানানো যাক।
Film: আয়ে মিলন কি রাত (Ayee Milan Ki Raat)
Song: মন বাড়া কারদা (Maan Bada Karda)
Cast: দীনেশ লাল যাদব, আম্রপালি দুবে (Amrapali Dubey)
Singers: দীনেশ লাল যাদব, প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)
Cast: ভিডিওর শুরু হয়েছে আম্রপালির জবরদস্ত নাচের মাধ্যমে। নিজেই নায়ককে আহ্বান জানালেন ভালোবাসার খেলায় মত্ত হতে। এমনিতেই আম্রপালি এক্সপ্রেশন কুইন বলা হয়। তার এক্সপ্রেশনের মধ্যে সাথে যৌন আবেদন। সাথেই নিরাহুয়া বেশি সময় দূরে থাকতে পারেনি। দুজনেই প্রেমে মত্ত হয়েছেন। শাড়িতে দেখা গেছে নায়িকাকে। নায়ক আবার সেজেছিলেন ধুতি পাঞ্জাবি ও পাগড়ি মতে। নিরাহুয়ার গভীর চুম্বন তাও আবার আম্রপালির শরীরে যেন যৌবনের সাগরে ভাসিয়ে তুলেছে। আম্রপালির শরীরে নিজেকে কার্যত হারিয়ে বসলেন নিরহুয়া। দুজনেই কার্যত ব্যাপক রোমান্স করেছেন।
Youtube Channel: ‘Enterr 10 Rangeela‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
Views: এখনও পর্যন্ত ৩৩,৯৯২ জন মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন।
দর্শকদের কথায় নির্লজ্জের সব সীমা লঙ্ঘন করেছেন এই ভিডিও। তাই এই ভিডিও কোনো মতেই মিস করবেন না।