খোলা পরিবেশে আম্রপালির শরীরী হিল্লোলে নিয়ন্ত্রণ হারিয়ে উষ্ণ রোমান্স নিরাহুয়ার, ভুলেও দেখবেন না বাচ্চাদের সামনে

ভোজপুরি ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় দুটি তারকা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি দুবে (Amrapali Dubey)। ফের একবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলো তাদের কেমিস্ট্রি। জনপ্রিয় এই জুটিকে নিয়ে হয়তো নতুন করে আর বলার মতো কিছুই নেই। সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও প্রকাশ্যে এলেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এমনকি তাদের অভিনীত সিনেমা যতটা না জনপ্রিয় তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় এই দুই তারকা।
সোশ্যাল মিডিয়ার পাতায় নিত্যদিন চোখ রাখলেই দেখা যায় ভোজপুরি ইন্ডাস্ট্রির সিনেমার ঝলক। মাঝেমধ্যে আবার ভাইরাল হয় এই ইন্ডাস্ট্রির গানগুলি। আর সেই গানে যদি থাকেন আম্রপালি এবং নীরাহুয়া তাহলে তো আর কথাই নেই। তাদের কেমিস্ট্রি যতবারই প্রকাশ্যে আসে ততবারই মন ভরে যায় নেটপাড়ার বাসিন্দাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই জুটির একটি পুরনো ভিডিও। ইতিমধ্যেই সেই ভিডিও দেখে ফেলেছেন লাখ লাখ মানুষ।
- Movie: Sipahi
- Song: Jail Karaibu Ka Ae Suggi
- Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), আম্রপালি দুবে (Amrapali Dubey)
- Singer: Om Jha
- Story: ভিডিওর শুরুতেই আম্রপালি এবং দীনেশকে একটি ঘরের মধ্যে দেখা যাচ্ছে। রোমান্টিক দৃশ্যের পাশাপাশি এই গানের ভিডিওতে ফুটে উঠেছে দুই তারকার অসাধারণ নাচ। ভিডিওতে আম্রপালির ভারী দেহের একাধিক শরীরী ভাঁজ আরও যেন বেশি করে সবাইকে আকৃষ্ট করেছে।
- YouTube Channel: ‘Wave Music Bhojpuri’ নামক একটি ইউটিউব চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই ভিডিও।
- Views: 5 বছরের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 1 কোটি 35 লাখ 67 হাজার 177 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভিডিওটি পছন্দ হয়েছে 25 হাজার মানুষের।