EntertainmentVideoViral Video
Bhojpuri Video : আম্রপালির শরীরী মোচড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

ভোজপুরী ইন্ডাস্ট্রির রাজা ও রানী হলেন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি। ফের একবার তাদের কেমিস্ট্রিতে মনজুড়ালো ভক্তদের। আম্রপালি ও ‛নিরাহুয়া’কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের কেমিস্ট্রি বরাবরই নজর কাড়ে দর্শকদের। এমনকি তাদের গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় হলেন তারা দুজনে। তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।
তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই যেন আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি আম্রপালি (Amrapali Dubey) ও নিরাহুয়ার একটি পুরোনো গান বেশ ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। এই গানটিতেও প্রতিবারের মতো এবারেও তাদের কেমিস্ট্রি মনে ধরেছে নেটিজেনদের।
- Song: Duniya Jaye Chahae Bhad Me
- Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়া ও আম্রপালি দুবে (Amrapali Dubey)
- Story: ভিডিওর শুরুতেই আম্রপালি ও দীনেশকে একটি খাটিয়ার উপর রোম্যান্স করতে দেখা যাচ্ছে। পাশাপাশি তাদের নাচতেও দেখা যাচ্ছে। এসবের মাঝেই দুজনের একান্ত মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সকলে। মাঝে মধ্যে আম্রপালিকে বেশ রোম্যান্টিক মুডেও দেখা গিয়েছে। ভিডিওতে আম্রপালির ভারী দেহের একাধিক শরীরী ভাঁজ আরও যেন বেশি করে সবাইকে আকৃষ্ট করেছে।
- Youtube Channel: Bhojpuri HD Films নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
- Views: ৬ বছর আগের পুরোনো এই ভিডিও ২১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৪৬ হাজার মানুষ।
সবমিলিয়ে দীনেশ ও আম্রপালির নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।