EntertainmentVideoViral Video

ঘরের ভিতর ‘হট বম্ব’ আম্রপালির সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

নিরহুয়া ও আম্রপালি দুবের কেমিস্ট্রি ভোজপুরি সিনেমা জগতে শাহরুখ-কাজলের জুটিকে মনে করাতে বাধ্য। অনেকেই মনে করেন তারা দুজনে বাস্তবেই স্বামী-স্ত্রী। রিল লাইফ রোমান্স যেনো তাদের দুজনের জন্যই সিনেমাতেও জীবন্ত হয়ে ওঠে। দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। অন্যদিকে ভোজপুরি ইন্ডাস্ট্রির হটবম্ব অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey) কিছু পিছিয়ে নেই। তার শরীরী জেল্লায় কার্যত বেহুঁশ আট থেকে আশি। সম্প্রতি ভোজপুরি ‘MOKAMA 0 km’ সিনেমার গান ভাইরাল হয়ে উঠেছে। এই সিনেমায় নিরাহুয়ার সাথেই জুটি বেঁধে ছিলেন আম্রপালি।

ঘরের ভিতর ‘হট বম্ব' আম্রপালির সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

এই রোমান্স যেন পুরোনো হলেও ভোলার নয়। তাদেরকে দুর্দান্ত রোমান্টিক মুডের মধ্যে দেখা গেল মিউজিক ভিডিওতে। গানের নাম ‘khole Di kevadiya Bhail Bhor’। ভিডিওর শুরুতেই আম্রপালি ঘর থেকে বেরিয়েছে যেতে চাইলেও নিরহুয়া কিন্তু আটকে দেয়। বেজায় রোমান্স মজতে চান নায়ক। তবে নায়িকা কি আর এত সহজেই ধরা দেবেন নায়কের হাতে বেশ খানিক সময় লেগেছে তাকেও রোমান্সে জড়াতে।

ঘরের ভিতর ‘হট বম্ব' আম্রপালির সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

আম্রপালির পরনে শাড়ি থাকলেও অর্ধেক সময়ে তা শরীর থেকে নেমে গেছিলো যার ফলে সুঠাম ফিগারে উষ্ণতা বাড়িয়েছে ভিডিওর। তার শরীরী চাহুনিতে নিজেকে কোন মতে সামলালেন নিরহুয়া। একই খাটের মধ্যে শুরু হলো জবরদস্ত রোমান্স সাথেই আম্রপালির শরীরের উষ্ণতা ঝরানো চাহুনি। আম্রপালি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে দেখা গেছে নিরহুয়াকে। ‘Bhojpuri HD Film’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও।

এখনো পর্যন্ত ১৬ লক্ষ মানুষ দেখে নিয়েছে তাদের ঘাম ঝরানো রোমান্স। সাথেই হাজার হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের থেকে। সবাই আম্রপালির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো পুরুষকে কাবু করতে বাধ্য। আপনাদের জানিয়ে রাখি দুর্দান্ত এই গানটি গেয়েছেন গায়িকা কল্পনা ও গায়ক রঞ্জিশ। তাই সময় নষ্ট না করে জবরদস্ত ঘাম ঝরানো এই ভিডিওটি তাড়াতাড়ি দেখে উপভোগ করুন।