EntertainmentVideoViral Video

রাতের অন্ধকারে ভোজপুরি কুইন আম্রপালির সাথে খোলা আকাশের নিচে তুমুল রোমান্স নিরাহুয়ার, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

শাহরুখ খান (Shah Rukh Khan) বলা হয় ভোজপুরি সিনেমার অভিনেতা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) -কে। যাকে আপনারা চেনেন নিরাহুয়া নামে। ভোজপুরি সিনেমায় রোমান্টিক দৃশ্যর অন্যতম নায়ক নিরহুয়া। অন্যদিকে নায়িকা আম্রপালি দুবেকে (Amrapali Dubey) তার রিল লাইফ পার্টনার বলা চলে। তাদের গভীর রোমান্টিক দৃশ্য গুলি দর্শকরা বারংবার দেখেন। যেমন সম্প্রতি ভোজপুরি ‘আশিক আওয়ারা’ (Aashik Awara) সিনেমার একটি গান ভাইরাল (Viral) হয়ে উঠেছে।

রাতের অন্ধকারে ভোজপুরি কুইন আম্রপালির সাথে খোলা আকাশের নিচে তুমুল রোমান্স নিরাহুয়ার, ভাইরাল ভিডিও

গানটি এতটাই রোমান্টিক যে মুড বদলে দেবে আপনার মিনিটের মধ্যেই। ভোজপুরি ইন্ডাস্ট্রির হটবম্ব অভিনেত্রী আম্রপালি দুবে। তাই তার শরীরের জেল্লা দেখতে মুখিয়ে থাকেন সকলে। গানের নাম ‘করেলা মান পাট জয়ি (Karela Man Pat Jayi)। ভিডিওর শুরুতেই দেখা গেল নিরহুয়া ও আম্রপালিকে একসাথে খোলা আকাশের নিচে। ঝড় উঠেছে তার মধ্যেই মিলিত হয়েছেন দুজনে।

রাতের অন্ধকারে ভোজপুরি কুইন আম্রপালির সাথে খোলা আকাশের নিচে তুমুল রোমান্স নিরাহুয়ার, ভাইরাল ভিডিও

নায়িকার শরীরে শাড়ি ও ব্লাউজ। তবে বেশিক্ষন নয় মুহূর্তের মধ্যেই শাড়ি শরীর থেকে নেমে যায়। পেট ও নাভি হয়ে যায় উন্মুক্ত। চরম রোমান্টিক একটা মুহুর্ত তৈরী হয়েছিল। নায়িকা নিজেই যেন যৌবনের সাগরে ডোবালেন নিরাহুকে। ভিডিওতে আম্রপালির এক্সপ্রেশন যা অতিরিক্ত উষ্ণতা বাড়িয়েছে। একসময় দুজনেই বেশ জমিয়ে নাচ করেছেন যা দেখতে সুন্দর লেগেছে। ‘Worldwide Records Bhojpuri‘ নামের ইউটিউব চ্যানেল থেকে বছর ছয়েক আগে আপলোড করা হয় এই ভিডিও।

১ কোটির বেশি মানুষ দেখে নিয়েছেন। সাথেই ১৮ হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। সবাই আম্রপালির প্রশংসায় ডুবেছেন। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো পুরুষকে কাবু করতে পারবেন। দুর্দান্ত এই গানটি গেয়েছেন নিরাহুয়া নিজে ও গায়িকা কল্পনা (Kalpana)।